![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
এই বিশ্বাস বড় দরকার বিএনপির
তারা সমাবেশ করতে পারে ,
এই ভয়টাই বড় বেশি আওয়ামীলীগের
যদি মানুষ বুঝে ফেলে ।
২.
হেরে গেলো আজ
কাগজের সভ্যতা ,
জিতে গেলে তুমি
ভার্চুয়াল কবিতা ।
৩.
পুলিশ পুলিশ
অন্ধ পুলিশ ,
যেই রঙ্গের চশমা পড়ো
জীবন সেই রঙ্গেই রাঙ্গিয়ে ফেলো ।
৪.
জনগণ বড্ড জ্বালায়
খালি শুধু জবাব চায়,
তাই দেখে মুচকি হাসে
হারিয়ে যাওয়া পাগলা মুজিব ।
৫.
করছেন কি দুই নেত্রী
দেশটা কি পাউরুটি,
জ্যাম,জেলী মাখিয়ে
ওদের কেনো খেতে দেন ?
©somewhere in net ltd.