![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদালত তারেক রহমানের সব ধরনের বক্তব্য গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ব্যাপারে নিষেধাঙ্গা দিয়েছে । কারন তারেক রহমান ফেরারি বা পলাতক আসামি তাই । তবে সব ফেরারি বা পলাতক আসামিদের বেলা এটা প্রযোজ্য হবে কি না আদালত তা বলেনি । তার মানে আগের পলাতক বা ফেরারি আসামিরা এই সুযোগ পেতো । তার মানে আইনের কোথাও ফাঁক ছিলো বা আছে । এতোদিন কেনো এটা আদালত বা আইনজীবি দের চোখে পড়লো না তা একটা বড় প্রশ্ন । যাই হোক আমার কাছে যেটা মনে হয়েছে তা অনেকটা এই রকম । যেহেতু সে পলাতক আসামি সেহেতু সে পালিয়ে থাকবে । প্রকাশ্যে বক্তব্য দিতে পারে না অবস্থান প্রকাশের ভয়ে । অতীতের ব্যাপার গুলো এমনই ছিল । তাই এখন এই ব্যাপারটা আদালতের চোখে লেগেছে । তাই এমন রায় । মজার ব্যাপারটা হলো । আদালত একবারও বলেনি বা কাউকে কারন দশাতেও বলে নাই যে । কেনো তারেকের বিরুদ্ধে ইন্টারপোল এর মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে না সরকার ? আমারা এর আগে (আমি যদি ভুল না করি ) দেখেছি বঙ্গবন্ধু হত্যার আসামিদের বিচার চলাকালিন সময়েই ইন্টারপোল এর মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল । এই কারন দশানটাই ছিল যৌক্তিক । আদালত কেনো সেই দিকে না গিয়ে এমন উদ্ভট একটা রায় দিলো বুঝলাম না । আর মানবাধিকারের ব্যাপারটা তো আছেই । যেহেতু সে এখন কোনো মামলায় আদালত কতৃক দন্ডিত নয় ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫০
আসাদ ইসলাম নয়ন বলেছেন: ধন্যবাদ ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
মিতক্ষরা বলেছেন: সবসময়েই তো দেখি তসলিমার বক্তব্য ভিডিও সব মাধ্যমে প্রকাশ হচ্ছে। তসলিমার এক বছরের কারাদন্ড হয়েছিলো।
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫১
আসাদ ইসলাম নয়ন বলেছেন: হুহুম । ধন্যবাদ । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
আহলান বলেছেন: এটাই কি আইন নাকি .... ? আইন হলে তো তা পালন করতেই হবে ..