![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উড়ছে হাওয়া,ঝড়ছে পাতা
উড়ছে তোমার শাড়ি
পুড়ছে আমার যৌবন নারি
তোমায় মিনতি করি ।
হারিয়ে গেছে শিক্ষা সব
হারিয়ে গেছে বিত্ত বৈভব
হারিয়ে গেছে যত্নে রাখা
আমার প্রিয় শৈশব ।
বন্ধ ভাবে তাকিয়ে থাকি
পুড়ে যায় যদি চোখ
ভুলেও ভেবনা লাজুক আমি
তুমি নও আমার ভোগ ।
এপাড়া ওপাড়া ছুটো ছুটি
যাচ্ছে চলে দিন
প্রেমের হাওয়া লাগেনা কেনো
বাজেনা কেনো বীণ ।
নারি তোমার চোখের জাদু
চোখ ছুঁয়ে যায় ঠিকি
অনেক কষ্টে চোখ মেলিয়া
চোখেতে চোখ রাখি ।
তার পর থেকে একসাথে চলা
এক কথা বলে দু মন
এখন বাতাসে উড়ে গেলে শাড়ি
দেখি তোমার পুরু স্তন ।
মনের জ্বালা তোমায় সিদুর মাখায়,
লাল হয়ে যায় তোমার মুখ
কি করে বলি কি করে বলি
এটা কি ছাই মন্ত্রের যুগ ।
তবুও তোমার রাঙ্গা হাসি
আজও শোনায় বিয়ের বাঁশি ।
©somewhere in net ltd.