![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আছে একটা মন
ছুঁড়ে দেবো যখন
খুলে যাবে তোমার
মনের বাসন ।
এই ভাবে মনটাকে
আর বেশি নেড়ো না
মন যদি জেগে যায়
তোমার পিঁছু ছাড়বে না ।
মনের গায়ে কলপ দিয়ে
করেছো সাদা
কলপ কিন্তু ধুয়ে যাবে
পড়ে রবে কাঁদা ।
আজ যেখানে তুমি
অবুজের মতো মারবে
কাল সেখানে ঠিকই
হৃদয়ের কথা বলবে ।
মনের আলো ভাগ দিয়েছি
তোমার মনের দামে
মনটাকে ভাগ করোনা
অন্য আলোর নামে ।
মনটা তোমার ভালই ছিলো
অন্য মনের ভিড়ে
মনটা তোমার নোংরা হলো
অনেক মনের ভিড়ে ।
প্রথম যেদিন মন ছুঁয়েছ
সেই দিনই কেঁদেছি,
মন হারাবার জন্য
তোমায় দায়ী করেছি ।
©somewhere in net ltd.