![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরান সরকার বা আওয়ামীলীগ সরকার এরা কেউই এখন পাকিস্থানের মালালা,নওয়াজ শরীফ,হামিদ কারজাই বা মিশরের বর্তমান সরকার হতে পারেনি পশ্চিমাদের কাছে । বাংলাদেশ বোধয় এখন পৃথিবীর একমাত্র দেশ যেখানে পশ্চিমারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জঙ্গীদের সমর্থন দিচ্ছে । এটা হতে পারে আওয়ামীলীগকে অপছন্দ বা বিকল্পের অভাবে । কিন্তু কারন যেটাই হোক ক্ষতি হচ্ছে বাংলাদেশর । তাই এটা এখনই ভেবে দেখা উচিত । কেনো এমন হচ্ছে ।মধ্যপ্রচ্য তালেবান,হামাস,আল কায়েদা বা আই এস কে মেনে নিতে পারে না অথচ বাংলাদেশে জঙ্গীদের ঠিকই পৃষ্টপোষকতা দিচ্ছে কেনো ? কেনো রাজাকারদের ফাসিঁ হলে পশ্চিমা মিডিয়া ধর্মীয় নেতা বলে ? এরা কার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে । সত্যিই বাংলাদেশ এখন অনেক ঝুকির মাঝে আছে । বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের আচর দেখলে এখন,সোভিয়েত আক্রান্ত আফগানদের কথা মনে পরে । যেখানে পশ্চিমারা রক্ষা কর্তা হিসাবে তালেবানদের বেছে নিয়েছিল । কোথায় যাবে বাংলাদেশ এখন ?
২| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: আওয়ামী সরকার পশ্চিমাদের সাহায্য পাচ্ছেনা -একথা এমন জোর দিয়ে বললেন কি করে? পশ্চিমারা সবুজ সঙ্কেত না দিলে কোন শক্তিই ৫ই জানুয়ারী মার্কা নির্বাচন করার কথা কল্পনাও করতে পারতো না। বর্তমানে বিরোধী মত দমনে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে জানোয়ারের মত ব্যবহার করছে, পশ্চিমারা তা দেখেও না দেখার ভান করছে। এতে কি প্রমাণিত হয়? বাংলাদেশে আওয়ামী সরকার এন্টি-ইসলামিক ফোর্স, কাজেই তারা যা করুক, তাতে তাদের কোন আপত্তি নেই।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৭
হোসেন মালিক বলেছেন: পশ্চিমাদের পা চাটতেই হবে এমন কোন কথা নেই।