![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিয়াস আলীর পর সালাউদ্দীন গুম হওয়া শ্রেফ বিএনপির মাঝে আতংক ছড়ানো একটি কৌশল ছাড়া আর কিছুই না ।এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বাজে উদাহরন তৈরি করলো এবং রাজনীতিবিদরা নিজেরায় নিজের জীবন ঝুকিতে ফেললো । এটা সুরজ্ঞিত বাবু ভালোই বুঝেছেন ।সরকারি সংস্থা বলছে তারা জানে না ।প্রশ্ন হলো সরকারি সংস্থার কথা না বললে কি তার পরিবার এই ভাবে তাকে যেতে দিতো ?কখনই না ।ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার ঠিক কোন ধরনের সাংবিধানির অধিকার বুঝি না ।ধরলাম রাষ্ট্রি সংস্থা গুলো তাকে নেয়নি । কিন্তু এখন তাকে খুজে না পাওয়া কি তাদের ব্যর্থতা নয় । ইলিয়াস আলীর ব্যাপারটা কি তাদের ব্যর্থতা নয় । এই ব্যর্থতার জন্য তা কি ক্ষমা চেয়েছেন ?মোটেও না । কিন্তু কেনো ? রাষ্ট্রের সর্বচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া এটা সম্ভব না । এটা আমাদের জন্য দুঃখ জনক । ১৪৪ ধারায় গ্রেফতারের ব্যপারে আদালতের একটা দিকনির্দেশনা ছিলো । এখন সেটাও মানা হচ্ছে না । অথচ আদালত নির্বিকার ।আমাদের একটা মানবাধিকার কমিশন আছে যার সমনে একটা বড় প্রশ্ন হয়ে ছুলে আছে ১৪৪ ধারাটা । অবাক হলাম মিজানুর স্যার ও তার মানবাধিকার কমিশন সালাউদ্দীন গুমের ব্যপারে একটা কথাও বললেন না এখন ! কেনো জানতে পারি ?
©somewhere in net ltd.