![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর ঠোঁটে
মরন আছে ,
জ্বালবার আগে
সিগারেট ভাবে ।
আমায় তো চুমু দিয়েছিলো
তোমায় তো দেয় নাই ,
তুমি কেনো পুড়ছো ?
গর্বিত সিগারেট
ছুড়ে দেয় প্রশ্ন ।
আমি অবাক হয়ে ভাবি
সিগারেট বোধয় পুরুষ জাতি ।
তাই মরে গিয়েও শান্তি খোঁজে
তোমার ঠোঁটের
ছোঁয়া পেয়ে ।
©somewhere in net ltd.