![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কি হবে
এক সাথে হাটা
এক আয়নার মুখ দেখে
অথবা চিরুনিতে
বেলি ফুলের গন্ধ শোকা ?
মাঝ রাতের অন্ধকারে
তোমার হাতের আলোতে
নিজেকে ভেঙ্গে দেয়া
আর কি হবে ?
রাতের যে কোনো সময়ে
পাশ বালিসে হাত দিয়ে
চমকে ওঠা,তুমি নেই ভেবে
আর কি হবে ?
এখন আর এতোটা কাঁচা নয়
তোমার স্মৃতি,
যা দেখে দিনের আলোতেও
আমি চমকে উঠি ।
©somewhere in net ltd.