![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত জমছে টাকশালে
অর্থের বিপরীতে ।
রক্ত ঝরছে শরীর থেকে
অন্যায়ের প্রতিবাদে ।
রক্ত ঝরছে ধর্ম থেকে
সৃষ্টিকর্তার সন্তুষ্টি পেতে ।
রক্ত ঝরছে সৌন্দর্যকে বন্দি করতে
পতিতালয় চলছে সৃষ্টির আদি থেকে ।
রক্ত এসেছে বাবার হাত হতে
সন্তানের ভবিষ্যতে ।
রক্ত ঝরে যুগলের দেহ থেকে
প্রথম আলিঙ্গনে ।
রক্ত পরে বিশ্ব নেতাদের
বিশ্ব বেহায়া জিব থেকে ।
রক্ত ঝরে তোমার আমার
হারিয়ে যাওয়া শৈশবে ।
রক্ত লেগে আছে দেশের শরীরে
নেয়া হয়ছে শ্রমিকের শিরা থেকে ।
রক্তের দাগ আজও জ্বলজ্বলে
তোমার আমার দেহের পাশে ।
©somewhere in net ltd.