![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে তুমি অনেক ঘাটের ঘোলা পানি ।
খাচ্ছি দাচ্ছি মন মজাচ্ছি
তাও তোমায় চাইছি না ।
নকল দেখলে দীর্ঘশ্বাসে
তোমায় মনে পড়ে
অবাক ভালোবাসা ভেসে যায়
তোমার বিস্ময়ে ।
আরাম কেদারায় পা দোলাচ্ছি,
অন্ধকারেও দেখতে পাচ্ছি,
তোমার ঐ রূপ
তাও তোমার চাইছি না ।
চোখের আলো এখনও আছে ।
তোমার আলোও আগের মতো
চোখের পড়ে ঠিকরে পড়ে ।
চোখ বুজে থাকি কষ্ট করে
তোমায় দেখবো না ।
মেয়ে তুমি অনেক ঘাটের ঘোলা পানি ।
আমার সাথে রসিকতা
করছে স্বয়ং সৃষ্টিকর্তা ।
আমার হাতেই নাকি
তোমার জীবন কাঠি ।
মেয়ে তুমি এখন
কার ঘাটের ঘোলা পানি ?
©somewhere in net ltd.