![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি যদি সবার জন্য আবাসন চান । তাহলে অবশ্যই আবাসন খাতে কালো টাকা সাদা করার কোনো সুযোগ দেয়া উচিত না ।আমাদের এমন কিছু করা উচিত হবে না ।যাতে আবাসনের মুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে না যায় ।এই খাতে কালো টাকা সাদা করতে দেয়া মানেই দাম বাড়ানো । শেয়ার বাজারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । এখানে কালো টাকা সাদা করতে দিলে । আপেক্ষিক ভাবে কিছু সময়ের জন্য শেয়ারের দাম বাড়বে এটা সত্য কিন্তু টাকা যখন সাদা হয়ে যাবে তখন তা কোনো ভাবেই আর শেয়ার বাজারে থাকবে না (সে আপনি যতই সময় বেধে দেন না কেনো) এটাও সত্যি । তখন শেয়ার বাজার আবার মুখ থুবড়ে পড়বে । অন্যান খাত গুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায় ।কারন কালো টাকা কখনো স্বাভাবিক প্রতিযোগিতা করতে দেয় না । যে কোনো খাতের ব্যবসায়ী দের ওই । তাই কালো টাকা সাদা করার জ্ন্য একমাত্র কার্যকর খাত হওয়া উচিত ভারি শিল্প খাত । একমাত্র এই খাতেই কালো টাকা সাদা করতে দেয়া উচিত । যা জাতীয় শিল্পায়নে কার্যকর ভূমিকা রাখবে ।
©somewhere in net ltd.