![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে বিএনপির
একটুকুও ঘুম পায়নি ।
তুমি আসবে বলে আওয়ামীলীগের
ক্ষমতার নাচ থামেনি ।
তুমি আসবে বলে জামাত
গোসসা হয়েও কিছু বলেনি ।
তুমি আসবে বলে এরশাদ
নতুন ছকটি ভোলেনি ।
তুমি আসবে বলে বুদ্ধীজীবি
দাঁড়ি,গোঁফ কামায়নি ।
তুমি আসবে বলে এই গরমে
রাস্তার মোড়ে
আমজনতার নেংটি ।
তুমি আসবে বলে
হে মদি ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
হাসান বিন নজরুল বলেছেন: তুমি আসবে বলে... :-&