![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড শীতের পড়ে
মা হাফ ছেড়ে বাঁচল
কারন প্রকৃতি তাকে ডাকলো।
মা তখন ব্যস্ত,তার সন্তানদের নিয়ে
আজ এই ডালে একজন
তো কাল ঐ ডালে দুই জন।
মায়ের আনন্দ দেখে কে !
এমনই এক আনন্দ হয়ে
মায়ের কোল জুড়ে আসলাম
ডান পাশের নিচু ডালে।
মা আফসোস করে বলেছিল,
বেশি দিন বাঁচবি না ।
তখন বুঝিনি মায়ের কথা।
কি আনন্দ কি আনন্দ !
প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছি।
কখনো বসন্ত ছুঁয়ে যায়
কখনো চাঁদ সূর্য।
ধুলো বালি লাগলেও
তাতে কি আর মন মরে
বৃষ্টি আছে না
স্নেহ ময় দাদু হয়ে।
যখন একটু বড় হলাম
তখন বুঝলাম মায়ের কথা ।
মানুষ রূপি পশু গুলো
প্রতিদিন খুন করছে,
কখন এই ডাল থেকে
কখন ঐ ডাল থেকে ।
নিচু ডালের ভয় এর সাথেও
আনন্দ আছে,
প্রেমের খুনশুটি বা বিশ্রমের লুটোপুটি
দেখা যা কাছ থেকে ।
তারপর একদিন জীবন শেষ হলো
ঝড়ে পড়লাম পথের উপড়ে,
পৌরসভার ওরা তুলে নিয়ে
ফেলে দিল ভাগাড়ে ।
ওখানেই জানতে পারলাম
আগের আসা বন্ধু থেকে,
এখানেই মৃত্যু হবে ।
©somewhere in net ltd.