![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবীর সাহের বড্ড বোকা
জলে নেমে করে কুমির খেলা ।
দল যা চাইছে তাই শোনো
নিজের বিবেক বিকিয়ে মরো ।
বিরোধীরা যখন বলে কষ্ট লাগেনা
ওরা যে মন্ত্রীর দাদা
যায় না বলা যায় না ধরা
রাগটাকে কেবল সামলে দাদা ।
তুমি শালা পুচকে সাংবাদিক
তুমি কেনো বলো !
তোমায় পিটিয়েই
সবাইকে শিক্ষা দিবো ।
ওরা ব্যবসায়ী ওরা দেশের বাবা
ওদের ক্ষেপাও বোকা তুমি
জীবন হারাবার নেশা !
শহীদ পরিবারের সদস্য তুমি
তাতে হয়েছেটা কি?
তোমার বড় পরিচয়
তুমি দলের নিচু স্তরের চামচা ।
তাই মুখ সামলে চলো
বড় নেতাদার দেখেই শেখো ।
এতো দিন ধরে দল করো
এটা জাননা তুমি !
শেষবার বলছি,ভালো করে মনে রেখো ।
মুক্তিযোদ্ধা না রাজাকার
ওরে জিজ্ঞাসী কোন জন ।
আত্নীয়ও ওরা,
সন্তান ওরা আওয়ামীলীগের ।
©somewhere in net ltd.