![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের রাজপথে
সৈন্যরা ঘোরে ফেরে,
রাজপথ ছেড়ে দিয়ে
অলিতে গলিতে আজ
ভয়রা বাসা বাধে ।
এই শহর এই ভাবে
নতুন নবাব পাবে,
নবাবের সাজগোজ
চলছে মেকাপ রুমে ।
দূরে ঐ বস্তিতে
কিছু মুখ প্রহর গোনে,
নতুন নবাবের খানা শেষে
উচ্ছিষ্ট কিছু কি আজ পাওয়া যাবে?
চিন্তুর ভাজপড়ে
ওদের কপালে
অনেক মানুষ আজ
নবাবের হল ঘরে ।
বলাবলি করে
বস্তির গুরুজনে ।
নবাবীর প্রথম দিনে
অভুক্ত নতুন কি রে ?
©somewhere in net ltd.