![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমিকার কপালের টিপ
ঠিক যেনো পূর্ণিমার দ্বীপ,
ওখানে এসেই তুলে নিতে হয়
সকল অভিমানের ছিঁপ ।
শিকার কিংবা শিকারী
তুমি নিজেকে যাই ভাবো,
সত্যি করে বলছি শোনো
আজ আমি পাপি হবো ।
আজ জানি শুষে নেবে
তোমার শরীর,
আমার শিরায় থাকা
সবটুকু বীর ।
ভালোবাসায় চিনে নেয়া
সেই সে পথ ধরে,
সবকিছু সাড়া হলে
পাপ সব ধুয়ে যাবে,
যত্নে রাখা বালতি ভরা
টেপের জলে ।
তারপর ভোর হবে
দুটো মন ছুটে যাবে
মানুষের জঙ্গলে,
মিশে যাবার মহড়ায় ।
পড়ে রবে শুধু
স্বাক্ষী হয়ে
বিছানা বালিশ আর
পরিচিত ঘর ।
©somewhere in net ltd.