![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায় ভালোবাসা
শীতের উষ্ণতা
আর তোমায় ছুঁয়ে থাকা ।
বিদায় ভালোবাসা ।
রাতের শেষ প্রহরে
বিছানায় জড়িয়ে থাকা,
অথবা নির্জন বাস স্টোপে
বিদায় ভালোবাসা ।
কফির কাপে তর্ক
চুমোতে বিচ্ছিনতায়,
সারা দিনের ব্যস্ততায়,
বিদায় ভালোবাসা ।
ছুটির দিনে নদীর ধারে
তোমার চুমুতে জাগিয়ে দেয়া
শরীরের শিরা ।
চায় না বলতে,
বিদায় ভালোবাসা ।
অন্ধকারের বন্ধ তালায়
মনের দুয়ার,
তাই সকালে আলোহীন থাকে
জানালার ওপাড় ।
বিদায় ভালোবাসা ।
©somewhere in net ltd.