![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আমায় ভুলতে চাও
আমার নাম উল্টো করে পড়ো ।
হয় আমি মনে রবো
অথবা ধ্বংস হয়ে যাব ।
যদি আমায় ভুলতে চাও
আমার ছবির ফ্রেম
লুকিয়ে রেখো ।
মনে পড়লেই কেবল খুঁজবে,
নষ্ট করোনা কষ্ট বাড়বে ।
যদি আমায় ভুলতে চাও
বদলে ফেলো পিয়ানোর সেই সুর ।
পিয়ানোকে বদলে লাভ নেই
তাতে মনে পড়বেই ।
গোলাপকে বদলে নাও
জুঁই বা বেলি,
ফুলকে ভুলো না
মিনতি করি ।
স্পর্শ ভুলতে চাইলে
স্পর্শ বদলে ফেলো না ।
মদের মোড়ক পাল্টে
মদের স্বাদ পাল্টানো যাবে
মদতো মদই রবে ।
কি ভাবছো তুমি?
স্পর্শ পাল্টে নেবে ?
তবে আমায় বলো
বদলে যাওয়া স্পর্শ কেমন,
আমি তাই দেবো নতুন স্পর্শ ।
তবুও ভালোবাসা মুছো না ।
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬
শূণ্য মাত্রিক বলেছেন: কিচ্ছু বলার নাই!!! জাস্ট অসাধারণ
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪১
রাফা বলেছেন: ভালোবাসা মুছেে ফেলা যায়না,
তবে তার বিপরীতটা করা যায়।
চমৎকার কবিতার জন্য ,ধন্যবাদ।