![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
অন্ধকারেও ভালোবাসা যা ।
অনুভব করো,
অন্ধ তোমায় ছুঁয়ে যায় ।
অন্ধকারেও ভালোবাসা যায় ।।
২.
অন্ধকারেও ভালোবাসা যায় ।
পথের হলুদ সোডিয়াম আলোয়,
ওরা গড়াগড়ি খায় ।
অন্ধকারেও ভালোবাসা যায় ।।
৩.
অন্ধকারেও ভালোবাসা যায় ।
জানালায় দাড়িয়ে পাখি,
তোমায় চুপিচুপি ডাকি ।
অন্ধকারেও ভালোবাসা চাই ।।
৪.
অন্ধকারেও ভালোবাসা যায় ।
মেঘে চাঁদ ঢেকে দেয়,
ফাঁকা যাত্রী ছাউনি ওদের বাচাঁয় ।
অন্ধকারেও ভালোবাসা যায় ।।
৫.
অন্ধকারেও ভালোবাসা যায় ।
তোমাদের দেয়া সোডিয়াম আলোয়,
ওদের ভাতের রং বদলায় ।
অন্ধকারেও ভালোবাসা যায় ।।
©somewhere in net ltd.