![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
রাজার কন্যা রাজকুমারী ।
রাজা হতে মা আমার,
আর কতোটা বাকি ?
রাজার কন্যা রাজকুমারী ।।
২.
রাজার কন্যা রাজকুমারী ।
মা আমার চুমু খাবে তাই,
গঙ্গার জলে স্নান করি ।
রাজার কন্যা রাজকুমারী ।।
৩.
রাজার কন্যা রাজকুমারী।
মা তুই আমার কাধে আয়,
পথে হেটে গেলে হোঁচট খাবি।
রাজার কন্যা রাজকুমারী ।।
৪.
রাজার কন্যা রাজকুমারী।
ঘুম পাড়াবার গল্প বলি,
মা আমার ভয় পেলে
বুকের মাঝে আগলে রাখি ।
রাজার কন্যা রাজকুমারী ।।
২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৬
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো..
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৯
আপেক্ষিকতাবাদী বলেছেন: বেশ লাগলো!
৪| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৫
হামিদ আহসান বলেছেন: অনেক ভাল লেগেছে কাব্য ....