![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
রাতের আধারে
ঝড়ে পড়া বৃষ্টি
আততায়ী করে দেয়
প্রেমিকার দৃষ্টি ।
২.
আকাশের নিচে
ওদের বাস ছিলো,
বৃষ্টির দিনটা
তাও কেড়ে নিল ।
৩.
প্রেমের খরচ বাড়ে তাই
বেকারের দৃষ্টি
কখন থামবে বৃষ্টি ।
৪.
লজ্জায় লাল হয়ে
বলো তুমি মিছে,
বুকটা ভিজে গেছে
ঢাকি এখন কিসে?
২| ১৩ ই জুন, ২০১৬ সকাল ৯:০৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:১১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা