![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়দিন আগে ঢাকায় একজন নামকরা বুদ্ধিজীবির মৃত্যু হলো । কেউ সম্মান জানালো কেউ নিরব হয়ে থাকলো কিন্তু বাজে কিছু কেউ বলেছে শুনি নাই । ব্যাপারটা ভালো লাগলো । আমাদের দেশে ইংরেজ আমল থেকে বুদ্ধিজীবিদের যথেষ্ট সম্মান দেয়া হতো । পাকিস্থান আমলে তাই ছিলো প্রথম দিকে । এর ধারাবাহিকতা ভাঙ্গে প্রথম ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর । তার পর স্বাধীন বাংলাদেশ জেল হত্যা দিয়ে শুরু করলো বুদ্ধিজীবি হত্যা । অনেক কিছুর পর ১৯৯০ এ গনতন্ত্র এলো । সব ঠিক ঠাক চলছিলো । আবার শুরু হলো ২০০১ এর পর থেকে । এই নতুন যাত্রার শুরুটা করলো জামাত (মজাটা হলো আগের সব গুলোতেই কোনো না কোনো ভাবে এরাই জড়িত) বিএনপির ঘাড়ে চেপে । ব্যাপারটা এমন দাড় করানো হলো যে বুদ্ধিজীবিরা রাজনৈতিক দল গুলোর নেতাদের থেকেও বিপদজনক হয়ে গেলো । যেটা কম বেশি এখনো চলছে । দেখার বিষয় বিএনপির কিছু বুদ্ধিজীবি জেলে গেলেও জামাত এর বুদ্ধিজীবিরা এখনো ধরা ছোঁয়ার বাহিরেই আছে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৫
মোঃ নুরউদ্দিন কবির বলেছেন: জামাত হচ্ছে বাংলাদেশের সকল নষ্টের গোড়া। এদের নির্মুল করা দরকার।