![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বলছি ছাই
তোমার আকাশে আমি ভালো নাই,
বৃষ্টি হয়ে,বাতাস ছুয়ে,ঝড়ে পড়ি জমিনে
তোমার দেখার সময় নাই ।
তোমার আকাশে আমি ভালো নাই ।
তোমার আকাশে রংধনু আকঁতে চাই
হয় না । আকাশ শুধু উপহাস করে ।
কে ওকে আসকারা দেয় বলতে পারো ?
তোমার আকাশে আমি ভালো নেই ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩২
গ্যাব্রিয়ল বলেছেন: ভালো লাগলো.।