![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জড়ায়া রাখিও আঁখিতে।
মরিয়া গেলে পল্লব
ঝড়িয়া গেলে পত্র
তুমি জড়ায়া রাখিও আঁখিতে ।
মুদিয়া গেলে নয়নে
শরির যখন শয়নে
তুমি জড়ায়া রাখিও আঁখিতে ।
কত্থক নৃত্য ফুরাইয়া গেলে
অসভ্যতার আলিঙ্গন শেষে
তুমি জড়ায়া রাখিও আঁখিতে ।
ভুবনের তরে
চাওয়া পাওয়া শেষ হলে
তোমার কাছে চাওয়া থাকে
তুমি জড়ায়া রাখিও আঁখিতে ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর, ভালোলাগা।