![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
সৃষ্টির আদি রহস্য
ওরা খুজে ফিরে হন্য,
সৃষ্টিকর্তা তুমি
সৃষ্টিতেই ধন্য ।
২.
মিষ্টি হাসির লাজুক মানুষ
আজ হয়ে যায় বোমার ফানুস।
অন্ধ তোমার থেকেও ভালো
এবার তুমি হবে কি আলো ?
৩.
শহরের আকাশে অথবা
অলিতে গলিতে কখন রাজপথে,
কিছু আলো খোজে ফেরে
বৃষ্টিভেজা তোমাকে ।
৪.
হতাশার পরে জয়
ঠিক যেনো,
ছোট্র শিশুর কায়া
মায়ের কোলে রয় ।
৫.
রব তুমি রয়েছ
অন্তরের কলবে,
কখন মুর্তি হয়ে
কখন আকাশে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: রব তুমি রয়েছ
অন্তরের কলবে
বাহ চমৎকার!!