![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ এ মুক্তিযুদ্ধ সংগঠিত করে মধ্যবিত্তরা কিন্তু যুদ্ধটি করেছেল সবাই। মধ্যবিত্তরা যেহেতু সংগঠিত করার দায়ীত্বে ছিল ও নিজেরা সংগঠিত ছিল তাই স্বাধীন হবার পর রাষ্ট্রটা পেয়েছিল মধ্যবিত্তরা । যারা পরে ধনী হয়ে যায় । এটা ৪৭ এ হয়েছে,৭১ এ হয়েছে,৯০ এ হয়েছে । এক একটা আন্দোলনে এক একটা মধ্যবিত্ত শ্রেনীকে ধনী করে দিয়ে গেছে । আর প্রতিটা আন্দোলনে সেই সময়কার ধনীরা দেশ ছেড়েছে । এটা বাংলাদেশ এর অংশের কথা বলছি শুধু । ভারত বা পাকিস্থানে এর ঠিক উল্টটি হয় । সব ক্ষেত্রেই নিম্নবিত্তরা মধ্যবিত্ত হবার জন্যই কেবল লড়েছে । এটাই বোধয় স্বাভাবিক ছিল নিম্নবিত্তদের জন্য ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২৩
ডঃ এম এ আলী বলেছেন: একমত হতে পারলামনা বলে দু:খিত । কিছু পরিসংখান দিলে ভাল হত ।