![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিজ সু চি সোমবার আসিয়ান জোটভুক্ত দেশগুলোর মন্ত্রীদের সাথে ইয়াঙ্গনে এক বৈঠক করেন রহিঙ্গা বিষয়ে। একটা ব্যাপার কোনো ভাবেই আমার মাথায় ঢুকছে না । রহিঙ্গাদের নিয়ে সব থেকে বেশি সমস্যা পড়া দেশ বাংলাদেশ । রাখাইন রাজ্যের গনহত্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ । সব থেকে বেশি রহিঙ্গা শরনার্থী থাকে বাংলাদেশে । এদের ফিরিয়ে নেবার ব্যাপার আছে । অথচ সুচির সাথে এই বৈঠকে কেনো বাংলাদেশ নেই ?! আসিয়ানে আমরা না থাকতে পারি কিন্তু সমস্যায় তো আমরাই সব থেকে বেশি জড়িত । তাহলে আমরা থাকলাম না কেনো ? এটা কি আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ে ব্যর্থতা ? মিয়ানমার তো দাওয়াত দিবে না,জানা কথা । আমাদের করে নিতে হবে । ঠেকাটা তো আমাদের ।
২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
আসাদ ইসলাম নয়ন বলেছেন: হা হা হা ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
"একটা ব্যাপার কোনো ভাবেই আমার মাথায় ঢুকছে না । "
-এটা তো বড় ধরণের সমস্যা; মনে হচ্ছে, মাথার কোন এক যায়গায় ছিদ্র করানোর দরকার, ভালোই সমস্যা