নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসিব

নাসিব › বিস্তারিত পোস্টঃ

একটি নাটকের নাম ভুলে গিয়েছি, সাহায্য চাই

০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পার্থ বড়ুয়া আর অপি করিম অভিনীত একটা নাটকের নাম জানতে চাই । কাহিনীটা অনেকটা এরকমঃ

পার্থ ও অপি একই ভার্সিটি তে পড়ে কিন্তু কেউ কাউকে আগে কখনো দেখে নাই । একদিন তাদের দেখা হল। অনেক গল্প করলো । সারাদিন ঘুড়ে বেড়াল । তারপর শেষ । আর কোন দিন দেখা হয় নাই । কিন্তু এই একদিনেই দুজন দুজন কে ভালোবেসে ফেলে । পার্থ অনেক খুঁজেছিল অপি কে । কিন্ত পায় নি । অনেক সময় চলে যায় । অপি করিম বিয়ে করে ফেলে । আর পার্থ হয় কোন এক কুরিয়ারের ডেলিভারি ম্যান । একদিন একটা পার্সেল ডেলিভারি দিয়ে গিয়ে দেখা হয়ে যায় তার না বলা ভালোবাসার সাথে । কিন্তু সেদিন অপি করিম তাকে না চেনার অভিনয় করে । কারন তার একটা সংসার আছে ।



কিন্তু, তখনো অপি করিম ভালবাসে তাকে । যখন সে একা থাকে, পার্থর কথা ভাবে ।







এই নাটকটার নাম খুব দরকার আমার । প্লিজ, আপনারা কেউ আমাকে এই সাহায্য টুকু করুন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

আলম 1 বলেছেন: নাটকটা হল, আমি ভুলে যাই তুমি আমার নও। ওটা অপি করিম না তারিন ছিল।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

নাসিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া ! অনেক আগে দেখা তো ! সৃতির পাতায় আজ অনেক অনেক ধুলো !

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

সাদা কলো বলেছেন: নাটকের নাম -"আমি ভুলে যাই তুমি আমার নও".। আর অপি করিম না, তারিন ছিল নাটকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.