নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I like my country

I want to know about new thinks.

গনি নাজমুল

I always thinks positive, do positive

গনি নাজমুল › বিস্তারিত পোস্টঃ

আদর্শহীন শিক্ষা বেবস্তাই সামাজিক অবক্ষয়ের মূল কারণ

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নৈতিকতা বিবর্জিত আদর্শহীন শিক্ষা কখনুই মানুষের সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না ।যে সামাজিক বেবস্থা সন্তানকে শিক্ষা দেয় না বড়দের সম্মান আর ছুটদের স্নেহ করার , যে সমাজ বেবস্তা শিক্ষা দেয়না আত্তীয় প্রতিবেশীর সাথে সতবেবহার করার আর গুরুজন কে মান্য করার ।সে সমাজত দিন দিন ধ্বংসের পথে যাবেই ।যারা অন্যায়কে অন্যায় মনেকরেনা , সামাজিক রীতি হিসাবে পালন করে তারা কি করে স্বপ্ন দেখবে বড় হবার । আর এরাই হতাশার সাগরে ডুবে নানা ধরনের অপকর্ম সহ আত্মহত্যার মত নিকৃষ্ট পথ বেছে নেবে ।

আসুন আমরা সচেতন হই , আমাদের সন্তানদের বেপারে । দেখবেন আস্থে আস্থে বন্দ হয়েযাবে রাস্তার মোড়ের অশ্লীল সিডির দোকান , চুরি , ছিনতাই , ইব্টিগিং , ধর্ষণ সহ নানাবিদ অপরাধ ।

সব সম্যসা সমাধানের একমাত্র পথ হলো ধর্ম ।কোনো ধর্মই মানুষকে খারাপ হতে শিখায় না । নৈতিক ও আদর্শিক শিক্ষার ফল কখনো খারাপ হয় না ।মানুষের মনে যখন আল্লাহর ভয় থাকে তখন সে যে কোনো খারাপ করতে ভয় পাবে ।আর যদি সে ধর্মীয় অনুশাসনের বেপারে সচেতন হয় তাহলে ভালো কাজের পুরুস্কার আর মন্দ কাজের শাস্তি সম্পর্কে জানবে এবং যে কোনো কাজ করার সময় চিন্তা করে কাজ করবে ।

আসুন ধর্মকে সম্মান করি , ধর্মীয় অনশাসন মেনে চলি ।নিজে পালন করি অন্যকে পালনে উত্সাহিত করি। সেটা যে ধর্মেরই হোক , তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

বুলবুল আহ্‌মেদ বলেছেন: ভাইজান খুবই ভাল পোষ্ট।

তবে বানানের দিকে নজর দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.