নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I like my country

I want to know about new thinks.

গনি নাজমুল

I always thinks positive, do positive

গনি নাজমুল › বিস্তারিত পোস্টঃ

জামাত নির্মূলে যৌথবাহিনীর অপারেশন টিম +++++ my opinion

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

হে আমিও এমন দিনের অপেক্ষা করছি ,

যে দিন আমার মুক্তিযুদ্ধা আব্বাকে মসজিদ থেকে ধরে নিয়ে যাবে মুখে দাড়ি আর মাথায় টুপী থাকার কারণে জামাত অপবাদ দিয়ে ৷

আমাকে ধরে নিয়ে যাবে ফেসবুকে ভিবিন্ন অন্যায়ের প্রতিবাদ করার কারণে ৷

ছুট ভাইকে ধরে নিয়ে যাবে বন্ধুদের আড্ডা থেকে সন্দেহবাজন শিবির বলে ৷

আর আমার বুনকে ধরে নিয়ে যাবে মাথায় হিজাব পরে কলেজে যায় বলে ৷



হে আমি এমন দিনেরই অপেক্ষায় আছি ৷

আপনিও রেডি থাকেন কারণ আমার পরেইত আপনার পালা !!!!!



Source : http://dnewsbd.com/single.php?id=20197

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শাহীন ভূইঁয়া বলেছেন: Good openion but its dreemy for us

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নায়করাজ বলেছেন: আজাইরা আলাপ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

চাঁন মিঞা সরদার বলেছেন:
ভাই আপনে অনেক ভালো দিনের স্বপ্ন দেখাইলেন। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুন আমীন।

কারন বর্তমান অবস্থা আরো খারাপ যাইতাছে। হিন্দু হইয়াও বাকশালী চাপাতি হইতে রক্ষা পায় নাই বিশ্বজিত। কারন সে প্রমান হিসাবে প্যান্ট খুইলা রাস্তা দিয়া হাটে নাই।

:#) :#) :#) :#)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: রক্ষী বাহিনীর ডিজিটাল আয়োজন কি তবে সম্পন্ন!!!!!!!!!!!!!!!!!!!!!


হে আল্লাহ এই দেশকে হেফাজত কর।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

নায়করাজ বলেছেন: ৬টি আলটিমেটাম:

১) ঘাতক জামাত শিবিরের হামলায় শহীদ রাজীব হায়দার, জাফর মুন্সী, বাহাদুর মিয়া, কিশোর রাসেল মাহমুদ হত্যাকান্ডে জড়িতদের আগামী ৭দিনের মধ্যে গ্রেফতার করতে হবে।
২) ২৬ শে মার্চের পূর্বে স্বাধীনতা বিরোধী ঘাতক সন্ত্রাসী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে যুদ্ধাপরাধ ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সুশোধনী আইনের অধীনে অভিযোগ গঠন এবং নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে।
৩) অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনগুলোর আর্থিক উৎস, যেসব উৎস থেকে সকল প্রকার জঙ্গিবাদী, এবং দেশবিরোধী তৎপরতার আর্থিক জোগান দেয়া হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।
৪) যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গতিশীল ও অব্যহত রাখতে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে স্থায়ী রূপ দিতে হবে।
৫) গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তান্ডব বন্ধে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনা করে সকল সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গোপন আস্তানা সমূহ উৎখাত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এদের ভয়ংকর রূপ প্রকাশ করে দিতে হবে।
৬) যুদ্ধাপরাধীদের রক্ষক এবং হত্যা ও সাম্প্রদায়িক উসকানিদাতা গণমাধ্যমগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

..........................................................................

শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা করা ৬ দফা।

এটার ৫ নং দফায় বিশেষ অভিযান পরিচালনার কথা আছে। আমি মনে করি, দেশে যেইভাবে বোমাবাজি চলছে, বিশেষ অভিযান খুবই জরুরী।

অপারেশন ক্লিন হার্ট নামে অভিযান পরিচালনা করেছিল বিএনপি। তখন তো কেউ এই আশংকা প্রকাশ করে নি।

জামাত শিবির বাচানোর জন্য অনেকে আপনার মতো ইসলাম গেল ইসলাম গেল করছে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: ভাই একদম সত্যি কথা বলেছেন।
এখন এমন পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে যে কোন দাঁড়ি টুপি পরা পরহেজগার বয়স্ক কোন মুসলমান দেখলে মনে হয় সে রাজাকার ছিল। (বড়ই অদ্ভুত চিন্তাধারা সৃষ্ঠি হয়েছে। কোন দিকে যাচ্ছে আমাদের চিন্তাধারা ....)

এভাবে চলতে থাকলে এমন এক সময় আসবে যে প্রকৃত মুসলমান মানেই হবে রাজাকার বা তাদের বংশধর।
তা না হলে জামায়াত বা শিবিরের কর্মী।

এখন যদি কেউ আওয়ামী লীগ বা তার সমমনা দল বা শাহবাগী এবং তাদের কর্মকান্ড সম্পর্কে বিপক্ষে কথা বলে তবে সে হবে রাজাকার ,ছাগু আরও কতকি উপাধী!
আর যদি এদের কর্মকান্ড সম্পর্কে তাদের পক্ষে কথা বলে তবে সে হবে ভারতীয় দালাল সংক্ষেপে ভাদা।

স্বাধীনতা যুদ্ধের পর ভারতীয় বাহিনী এ দেশ থেকে যাবার সময় যে লুটপাট করে গেছে তা সবারই জানা আছে। এক হিসাবে এরাওতো বড় যুদ্ধাপরাধী,তাই নয় কী?? তবে শাহবাগীরা এক অংশে বিভক্ত হয়ে ভারতীয় হাইকমিশনের সামনে আন্দোলন করে না কেন??
আবার শোনা যায় ভারতীয়রা আন্দোলনে সংহতি প্রকাশ করে কয়েকজন শাহবাগে অবস্থান করছে। যদিও এরা "র" এর সক্রিয় এজেন্টও হতে পারে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

মিশনারী বলেছেন: সব কিছু নিপাত যাক, বাকশাল কায়েম থাক ।

তাহলে তো মুসলমানরা মুসলমানি না করে হিন্দু হিসাবে বাহির হবে । আর হিন্দু ভাইদের তো কোন অসুবিধাই নাই । আমরা প্যন্ট খুলে রাস্তায় বাহির হইলে কোন অসুবিধাই হবে না । বোনদর জন্য আরো ভালো বড় একটা তিলক পরে হাটলে ই হবে ।

আর জয় বাংলা বললেই হবে ।

জয় বাংলা ।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

গনি নাজমুল বলেছেন: ভাই জামাত-শিবিরের নামকরে আর কত সাধারণ মানুষকে পোলিশ দিয়ে দিন দুপুরে রাস্তায় খুন করাহবে বলতে পারেন ?
মাথা নষ্ট মেন -পাগল হইয়া গেছে
আমি এক জন মুসলমান হিসাবে স্বাধীন ভাবে বাংলাদেশে থাকতেচাই৷ এক জন মুক্তিযুদ্ধার সন্তান হিসাবে মুক্ত ভাবে বাচতে চাই ৷
সকল মানুষের সাথে স্বাধীন ভাবে চলতে চাই ৷
আমি নিশ্চয়তা চাই মসজিদে নামাজ পরে বের হলে কেও আমাকে গুলি করবে না , গ্রেফতার করবে না , মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দুকাবে না ৷
আমি কারু নিষিদ্দ চাই না -সাফ কথা
কেও অপরাধী হলে আইন অনুযাই তার বিচার করণ -সেটা শিবির -জামাতহোক ,ছাত্রলীগ-আওমিলিগ হোক কিংবা ছাত্র দল- বি এন পি হোক ৷

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

গনি নাজমুল বলেছেন: কিছু মানুষ আছে জামাত-শিবিরের নাম শুনলে কুকুরের মত ঘেউ ঘেউ করে উঠে ৷আরে ভাই আমার আব্বা ও কাকা দুই জনই মুক্তিযুদ্ধা তাই কোনো দলের তেল মের চামচামি করে সুবিধা নেয়ার ইচ্ছা আমার নেই ৷তাই ফালতু গলাবাজি আমি করিও না , কারু ধারও ধারী না ৷ সন্ত্রাসী, চাদাবাজি , হল দখল , টেন্ডার বাজি, খুন খারাপিতে কেও কারু পিছনে নেই -কি ছাত্র দল , ছাত্রলীগ বা শিবির৷ খালি শিবিরের বিচার চাইলে কি বিশ্বজিত শান্তি পাবে , নাকি শুদু জামতের রাজাকারদের বিচার হলে জাতি কলংক মুক্ত হবে ? আওমিলি বি এন পিতে যে বড় বড় রজাকার , যুদ্ধপরাধী রয়েছে তাদেরও বিচার চাইতে হবে , করতে হবে ৷
ওরে মাথা নষ্ট মেন ,ছাগলের ৪ নাম্বার বাচ্চা হইয়া চিল্লা চিল্লি করে লাভ নেই ৷
সত্যি কথা বলে দেখ মনে কথ শান্তি ৷

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

মরণের আগে বলেছেন: ভাই এতোচিন্তা কইরেন না ,আপনি আপনার ফ্যামিলি ফ্রেশ থাকলে ইনশাআল্লাহ্‌ কিছু হবেনা।

আমার জানামতে আমার আশপাশে যারা হয়রানীর শিকার হয়েছে, তাদের মধ্যে একজন ও ফ্রেশ না ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

গনি নাজমুল বলেছেন: ভাই আমি জানি না আমাকে ফ্রেশ বলতে কি বুজায়ছেন ৷
আপনি কি বলতে পারেন পুলিশের গুলিতে মারা যাওয়া sob gulu মানুষ দূষি ছিল বা এখানে কোনো বেক্তি স্বার্থ ছিল ?
এটি স্বাধারণ মানুষ -শুধু মাত্র আল্লাহ ও রাসুলের অবমানা ও ইসলামের অপমানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল (যেটা প্রতিটি মমিন মুসলমানের ঈমানী দায়ত্ব ) ইটা কি কোনো রাজনীতি ?
সব কিছুকে রাজনীতিতে নিয়ে যাবেন না৷ বাংলাদেশের ৮৮ ভাগ মুসলিমের মধ্যে কতজন রাজনীতি করে ?

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

মরণের আগে বলেছেন: ভাই মাইন্ড কইরেননা আপ্নিতো আল্লাহর রাসুলকে (সঃ) অনেক ভাল বাসেন আপনার মুখে দাঁড়ি নাই কেনো , দাঁড়ি রাখাতো অয়াজিব তাও এক মুঠ পরিমান বিস্তারিত দেখেন লিঙ্ক

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

গনি নাজমুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ৷চেষ্টা করব রাখার জন্য ৷আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করণ আমীন ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.