![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্যাস নেয়ার সময় গাড়িটা খোলা রেখে একটু দুরে গেছেন গ্যাস এর দাম দিতে। এইতো যাবো আর আসবো কি আর হবে ? এরূপ ভেবে গেছেন আপনি। ফিরে এসে দেখবেন আপনার গাড়ির ভিতরে রেখে যাওয়া মোবাইল বা মূল্যবান জিনিস নাই। মিরপুর ১৩ থেকে ১০ এর দিকে যেতে শেষের CNG স্টেশন টা থেকে ঠিক এরূপ একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার এক colleague এর। গাড়ি তে চাবি রেখেও অনেকে এই কাজ টা করেন। আর ভুল করেও করবেন না। পারলে এরূপ CNG স্টেশন এ যাবেন যেখানে গাড়ির ড্রাইভিং ছিটে বসেই বিল দেয়া যায়। আমার জানামতে বিজয় সরণীতে ট্রাস্ট CNG স্টেশন এ এরূপ সিস্টেম আছে। একটু সাবধানি হন অকাংখিত দুর্ঘটনা থেকে বাচুন।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: কয়দিন পর পরই নতুন নতুন চুরির সিস্টেম বাইর হয়।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৮
নাহিদ তামিম বলেছেন: গাড়িতে চাবি রেখে ভুল করবেন আর দোষ দিবেন চোরের??? তাহলে আর ওর নাম চোর হল কেন?? এটা শুধু বাংলাদেশে না বাইরের দেশগুলাতে পাকিং এ গাড়ি রাখলেও যেন আপনার ভেল্যুয়েবল আইটেম ভিজিবল না থাকে সেরকম ইনস্ট্রাকসন থাকে। এর সেখানে বাংলাদেশের মত দেশে গাড়িতে চাবি রেখে যান কোন আক্কেলে?
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ সাবধান করার জন্য!!