![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বৃহস্পতি বার অফিস এ মিটিং ছিল, রাত পৌনে ১০ টার সময় উত্তরা থেকে বনানী বাসায় যাচ্ছিলাম। হঠাত দেখি ১ টা ছেলে দৌড় দিচ্ছে। নজরটা ফিরাতে পারলাম না। কেন দৌড়াচ্ছে, কি চায় ? খুব সহজ ভাবে ১ টা চলন্ত পিক আপ এর পেছনে উঠে পড়ল। আমি ভেবেছিলাম অনেকে রিক্সার পেছনে চড়ে যায় ঐরকম কিছু ১ টা হবে। দেখি সে বেয়ে বেয়ে প্রায় উপরে উঠে পড়ে। তখনও আমি খেয়াল করি নাই যে - পিক আপ টিতে ডিম সাজানো। ছেলেটি সাজানো ডিম থেকে ২ টি ডিম বের করে নামা শুরু করলো। নামতে যেয়ে ওর হাত থেকে ১ টা পড়ে গেলো। ১টা ডিম হাতে নিয়ে লাফ দিয়ে চোখের সীমানার বাইরে চলে গেলো। এ সবই যেন কিছু বুঝে উঠার আগেই হয়ে গেলো।
©somewhere in net ltd.