![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সুন্দর জলপ্রপাত গুলোর মধ্যে হাম হাম জলপ্রপাত অন্যতম।
হাম হাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার রাজকান্দি সংরক্ষিত বন এ অবস্থিত। এটা এমন ১ টা জায়গা যেখানে গেলে মুগ্ধ হতে হবে প্রকিতির বৈচিত্রতা দেখে। সাথে পাবেন দু: সাহসিক যাত্রার অনন্য অনুভুতি। ২০০৯ সালে আবিষ্কৃত এই জলপ্রপাতটি ১৬০ ফিট এর মত উচু। হামহাম যাওয়াটা অতি সহজ নয় । পানি, পাহাড়, ঝিরিপথ পাড়ি দিয়ে যেতে হবে। বর্ষায় গেলে অসাধারণ সুন্দর্য উপভোগ করতে পারবেন কিন্ত যাওয়াটা বেশি ঝুকিপূর্ণ।
যেভাবে যাবেন
১. ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে হবে। বাস অথবা ট্রেন এ যাওয়া যায়। শ্রীমঙ্গল যেয়ে ১ টা হোটেলে উঠবেন। ভারী ব্যাগ-বাগেজ হোটেলে রেখে হালকা ১ টা ব্যাগ এ ১ সেট অতিরিক্ত কাপড় আর হালকা খাবার(বিস্কুট, জুস , পানি ), প্রাথমিক চিকিত্সা, মশার বা কিট এর জন্য অডমস নিয়ে নেবেন। মনে রাখবেন ওখানকার পানিতে জোক আছে।
২. খুব সকালে শ্রীমঙ্গল থেকে ১ টা জিপ ভাড়া করবেন কলাবাগান বস্তি যাওয়ার জন্য। ওখানে পৌছালেই ছোট ছোট ছেলে-মেয়েরা আসবে বাশের লাঠি বিক্রির জন্য। ওদের কাছ থেকে হালকা কিন্তু শক্ত ১টা লাঠি নিয়ে নেবেন। ওরাও খুশি হবে পথে আপনার উপকারে আসবে।
৩. এবার হাটার পালা। কলাবাগান বস্তি থেকে ১টা গাইড নিয়ে নিতে পারেন। জিপের ড্রাইভারাও অনেক সময় গাইড এর কাজ করে, বলে দেখতে পারেন। কাদা, মাটি, পাহাড়, জঙ্গল ও ঝিরি পথ পাড়ি দিয়ে হাম্হাম পৌছাতে ২/৩ ঘন্টা লেগে যাবে। ২টি পথে যাওয়া যায়। আশা করি গাইড সহজ পথে নিয়ে যাবে। পাহাড় থেকে নামার পর ঝিরি পথে পাথর ও পানির ভিতর দিয়ে হাটার সময় সাবধানে হাটবেন।
৪. দয়া করে পৌছানোর পর সময়টা দেখে নেবেন। ঐখানে সময় কখন কোন দিক দিয়ে যাবে বুঝতে পারবেন না। ফেরার সময়টা আগেই ঠিক করে নেবেন।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: যাবো যাবো বলে কোথাও যাওয়া হচ্ছে না পাহাড়ের কান্না দেখতে যেতে হবে একদিন।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী বাঙালি বলেছেন: ভ্রমণ পিপাসুদের জন্য বেশ ভালো একটা পোস্ট। আরও কিছু ছবি দিতে পারলে ভালো হতো।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: দেখি কবে যেতে পারি। জোক আমাদের এলাকায়ও কম নেই।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
এহসান সাবির বলেছেন: যেতে হবে.....!
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
এসিড ভাই ইমন বলেছেন: dakhi jaita pari naki
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
নাজানা বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
কাবিল বলেছেন: সুন্দর একটি পোস্ট।
এখনই যেতে ইচ্ছে করছে, যদি কখনো যাই পোস্টটি কাজে লাগবে।
ধন্যবাদ