![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন অতি সাধারন মানুষ । আসলে আমি লেখা লেখি করতে পারি না আসলে লেখালেখি করার অপচেষ্টা করি আর কি, যদিও কাকের ছাও বগার ছাও ছাড়া কিছু হয় না । তাই আমার লেখা পইরা হাসতে হাসতে আপনার যদি কিছু হইয়া যায় তইলে কিন্তু আমি দায়ী না।।
বাচ্চু রাজাকার তারপর কসাই ওরফে কাদের মোল্লা আমি ওদের সম্পর্কে তেমন কিছুই জানি না । কিন্তু এই কয়েক দিন তাদের সম্পর্কে যা যা জানতে পেরেছি তাতে আমি কেন সবাই যারা বিন্দু মাত্র দেশকে ভালোবাসে সবাই এইসব মানুষরূপী কসাইয়ের বিরুদ্ধে একটাই দাবি তুলবে যে তাদের সর্বচ্চ শাস্তি হোক ।
আজকে গনজোয়ার উঠেছে শাহবাগে আমরা রাজাকারের ফাঁসি চাই ।তা না হলে ৩০ লক্ষ শহীদের আত্না শান্তি পাবে না ।
কপাল খারাপ ঢাকায় নেই, তাই শাহবাগে যেতে পারছি না
ইতিহাসের অংশে প্রত্যক্ষ ভাবে জড়িত হতে পারলাম না
শাহবাগে অবস্থানকারী সকল কে আমার সালাম রইলো
রাজাকারের ফাসি চাই । আজকে সকলের দাবি হোক একটাই।
রাজাকারেরা আমাদের দেশে মাথা উঁচু করে চলবে আমরা এইটা মানতে পারব না
রাজাকারের ফাঁসি চাই.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
আলমগীর_কবির বলেছেন: কসাইয়ের ফাঁসি চাই, দিতেই হবে, দিতে হবে।
Click This Link
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
সাদাত নিহান বলেছেন: ফাঁসি দিতেই হবে
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
খুব সাধারন একজন বলেছেন: এটিএমরে উষ্টা মারেন। একদম কলিজা পর্যন্ত মারেন। শালার বদ কাহাকার।
গন্তব্য শাহবাগ।