![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a Software Engineer and Working in a software firm. I like to read Novel, History, Poem, Writing, Traveling and Gardening
আমাদের দেশে কি একটা নতুন দল গঠন করা যায় না। আমরা যারা নিউ জেনারেসন আছি তারা সবাই মিলে একটা দল করলে কেমন হয়। আমরা প্রচলিত সব নীতি বাদ দিয়ে নতুন ভাবে শুরু করলে কেমন হয়| আমাদের জন্য আমাদের এটা করা দরকার| সবাই এর মত এক সাথে হলে অস্মভব কিছুই নাই। ভারত এর আম-আদমি তার প্রমান। আসুন আমরা যারা দেশের জন্য কাজ করতে চাই তাদের একত্র হওয়া দরকার। আর এ ক্ষেত্রে ঢাকা ইউনিভারসিটি, বুয়েট, ঢাকা মেডিকাল অগ্রনি ভুমিকা পালন করতে পারে।
আমরা কি পারি না আমাদের দেশের জন্য কিছু করতে। আর একটা ৫২ আনতে কিম্বা আর একটা ৭১।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
েমাঃ নজরুল ইসলাম বলেছেন: আসলে আমাদের একটা টিম দরকার। যারা সবাই এক মতের হবে।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
নক্ষত্রপথ বলেছেন: সহমত !!!
http://bdnewseveryday.com/
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কেনো, বাকশালী কুকুরদের বানানো বিএনএফ আছে না
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
মুহসিন বলেছেন: ভারতের আদলে আম জনতা পার্টি করতে পারেন। তবে দেখেন, আবার বিভিন্ন পুরনো দলের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়েননা।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
হেডস্যার বলেছেন:
১৪ দল + ১৮ দল = ৩২ দল।
এর মধ্যে দেখেন ৩০ দলই বাকি দুই দলের কাছে বিক্রিত।
লাভ নাই। বাংলাদেশের রাজনীতি হইলো ব্যাবসা।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
েমাঃ নজরুল ইসলাম বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
রাজীব বলেছেন: প্রেসিডেন্টের পদ ছেড়ে দিয়ে দল গঠন করেছিলেন বি চৌধুরী। তাকে রাস্তা ঘাটে মাইর খাইতে হয়েছিল।
আর সাধারন মানুষের কি অবস্থা হবে বুঝে নেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
েমাঃ নজরুল ইসলাম বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
েমাঃ নজরুল ইসলাম বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
কাজের কথা বলেছেন: আপনি শুরু করুন, ভোট আমরা দিব।