নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কালো দর্পণে আঁকাআঁকি

আকিব আরিয়ান

রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।

আকিব আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকময় উঠতি সেলিব্রেটি এবং এদের নিয়ে প্যাঁচাল :P :P

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

আপনি পপুলার হতে চান ফেইসবুকে? ফেইসবুক সেলিব্রেটী হতে চান?



তাহলে নিচের স্টেপগুলো ফলো করেন__



১. প্রথমে ফেইসবুক থেকে বাছাই করে একজন সেলিব্রেটী বের করেন যার ফ্রেন্ডলিস্টে ৪০০০ এর বেশি এবং ফলোয়ারে মিনিমাম ৫০০০ মানুষ আছে।



২. ঐ ফেইসবুক সেলিব্রেটীকে অবশ্যই ফেইসবুকে এক্টিভ থাকতে হবে এবং উনার প্রতিটা স্ট্যাটাসে কমেন্ট করতে হবে হুড়মুড় করে। এতে আপনার দুইটা লাভ হবে।



ক. আপনি ঐ সেলিব্রেটীর নজরে চলে আসবেন।

খ. কমেন্ট করার ফলে আপনার কাছে অনেক ফ্রেন্ড রিক্যু আসবে ও ফলোয়ার্স বাড়বে।



৩. ঐ সেলিব্রেটীর সাথে মেসেজে যোগাযোগ করবেন নিয়মিত। কোন একদিন রিক্যু পাঠিয়ে এক্সেপ্ট করিয়ে নিবেন।



৪. রিক্যু এক্সেপ্ট করার পর তাকে মেসেজে ধন্যবাদ প্রকাশ করে আপনার একটা স্ট্যাটাসের লিংক দিয়ে লাইক দিতে বলবেন।



৫. _'অমুক সেলিব্রেটী' likes 'তমুক's status_ এই বাণীটা তখন ঐ সেলিব্রেটীর ফ্রেন্ডলিস্ট ও ফলোয়ার সবার হোমপেজে শো করবে।



কিছুক্ষণ অপেক্ষা করুন তখন দেখবেন আপনার ফ্রেন্ড রিক্যু শুধু আসতেই আছে আর আসতেই আছে এবং সাথে সাথে ফলোয়ার বাড়বে। ঐসব লোক আপনাকে ভাববে ঐ সেলিব্রেটীর কোন কাছের মানুষ কারণ উনি যে আপনার স্ট্যাটাসে লাইক দিয়েছে। আপনার ভিতরে যদি কোন মাল আই মীন প্রতিভা থাকে তো একেবারে রমরমা, কয়েকদিনের ভিতরে আপনিও সেলিব্রেটী হয়ে যাবেন।



সতর্কতাঃ ভুলেও কোন ফেইক আইডির সেলিব্রেটীর নিকট যাইয়েন না।



ফলাফলঃ কিছুদিন পর আরেকজন একই পদ্ধতি অবলম্বন করবে আপনার পিছে সেলিব্রেটী হওয়ার জন্যে।



# দিজ ইজ দ্য গ্রেটেস্ট সিস্টেম অফ বিইং এ সেলিব্রেটী ইন এ শর্ট টাইম :P :D





উঠতি কিছু সেলিব্রেটির ঘটনা শুনি আমরা এখন___



_সেলিব্রেটী প্যাঁচাল ও অন্যান্য_



আবাল ১

জনৈক ফেইসবুকার যিনি নিজেকে প্রায় সেলিব্রেটী ভাবেন। এমনিতে তার স্ট্যাটাসে লাইক কমেন্ট শেয়ার দেদারছে পড়ে। তো কয়েকদিন ধরে লাইক কমেন্ট খুব কম আসতেছে। উনি স্বপ্নযোগে পাওয়া এক কাহিনীতে কিছু ইমোশনাল মশলা মিশায়া অসাম একখান পোস্ট করলেন। তারপর তার দীর্ঘ লাইক কমেন্ট খরা কেটে গেল। আমজনতা বুঝতেই পারল না তিনি যে বানোয়াট কাহিনী তৈরী করেছেন। কমেন্টের বন্যা, ভাই আপনে সিরাম একটা কাম করছেন। আপনের পাও ধইরা সেলাম করা উচিত।





আবাল ২

জনৈকা ফেইসবুক আপ্পি 'শো অফ আপা' তিনি নিজেও তার রূপ আর প্রতিভা দিয়ে হালকা পাতলা সেলিব্রেটী। তার স্ট্যাটাসে লাইক খুব একটা কম পড়ে না। তিনি কোথায় কবে কোন জায়গায় কারে কত টাকা দান করছেন কিংবা কারে কত বকশিশ দিছেন কিংবা কারে কি হস্তান্তর করছেন তা অত্যন্ত ইমোওয়ালা ভাষায় ঢাকাইয়া মশল্লা লাগায়া পোস্ট করেন। এজ ইউজ্যুয়াল তিনি নারী, প্লাস এর লগে ইমোওয়ালা কাহিনী। সো উনার স্ট্যাটাস হিট। কমেন্টের বন্যা, আপ্পি আপনি এত্ত মহত্‍!! আমাকে মহত্ত শিখাবেন??







আবাল ৩

জনৈকা ফেইসবুকীয় লুল কন্যা তিনি। উনি ফেইসবুক সেলিব্রেটী হইতে খুবই ইচ্ছুক। মোটামুটি ফেবুর সর্বত্রে পরিচিত আছে এমন পোলাগো লগে তিনি ইনবক্স আর ওয়ালে ঢলাঢলি করেন। পরে যদি পোলা কিছু কয় তাইলে তিনি নারী নির্যাতনের মামলা সুপ্রীম কোর্টে ঠুকে দেন। অতিশয় লুল বালকেরা দুঃখী দুঃখী ভাব নিয়া তাকে ইনবক্স আর কমেন্টে বলে, ডোন্ট ওরি আমি আছি না? ঐ পোলা যা করছে তার জন্যে তাকে উশটা দিমু দশতলার উপ্রে থাইকা। লুল বালকেরা চোখে তারে লইয়া স্বপ্ন সাজাতে সাজাতে দেখে ঐ লুল কন্যা সেলিব্রেটী হইয়া গেছেন এবং ফেবুতে একাধারে দুই তিন পোলার লগে লদকালদকি করেন। লুল বালকেরাও লদকালদকির অল্পবিস্তর চান্স পায়।





# কাহিনী ও উপস্থাপনা সম্পূর্ণ কাল্পনিক। কারো সাথে মিলে গেলে সেটা হবে বগলাতালীয় (বক তালগাছে বসে কিনা দেখি নাই)।

তবে এমন সেলিব্রেটী ফেবুর কোনায় কানায় ভরা।







সেলিব্রেটি প্যাঁচাল-৩ (প্রথমটায় নাম্বারিং করা ছিলো না, ২য়টায় ১ম লেখা হইছিলো)





(১)

উঠতি সময়ের জনপ্রিয় এক সেলিব্রেটির পা চাটাচাটি বেশ করে 'এক্স'।

সে ভাইয়ের ফ্রেন্ডলিস্টে অনেক কাকুতিমিনতি করে ঢুকতে পারছে। সকালে এক বোতল খাঁটি সরিষার তেল, আর বিকালে পেট্রোল ভাইয়ের পায়ে মাখায়, উদ্দেশ্য সেলিব্রেটি হওয়া। তেল চকচকে একদিনে সে একটা গালাগালিময় পোস্ট করলো। তা দেখে ঐ জনৈক সেলিব্রেটি তারে কিছুটা বয়ান দিলো। বয়ানে কিছুটা কাইত হয়ে সে পরের সপ্তাহে আরেকজনের মুখে শোনা কাহিনী নিজের বলিয়া এবং কিছু তেল মশলা ইমোশন লাগাইয়া পোস্ট দিলো। বহুত তক্তা ওয়ালা সেই পোস্ট দ্রুত শেয়ার পাইলো, এবং অবশেষে সে আশাতীত ফলোয়ার পাইলো। ফলোয়ার পাইয়া সে নিজেকে অনেক দামি পাবলিক ভাবা শুরু করলো। এই বেশিদিন আগে না, মাসদুয়েক আগেও সে আরেক মাইয়ার ওয়ালে লুতুপুতু পোস্ট করত। সেও এখন রাজনীতি আর অন্যান্য নিয়া বিশাল জ্ঞানগর্ভ স্ট্যাটাস দেয়। ঐ মাইয়ার ওয়ালে ফিইরাও যায় না। যে বন্ধুরে দরকারে ফোন দিতো, হেতেরেও এখন চিনে না। বন্ধু ফোন দিলে কয়, "স্যরি ভাই আপনি কে, চিনলাম না তো।" এখন সে সেলিব্রেটি, এসবরে পাত্তা দিলে চলবো?







(২)

তিনি হলেন বিশিষ্ট নারীসমাজের উঠতি সেলিব্রেটি, অনেক সেলিব্রেটি তার ফ্রেন্ডলিস্টে। তাদের সাথে কমবেশি ভালোই সম্পর্ক। উনার মনে বিশেষ এক ইচ্ছা, তা হল সেলিব্রেটি হওয়া ফেবুতে। তিনি সব ভাই গোত্রীয় সেলিব্রেটির সাথে গা ঢলাঢলি করতে ভালবাসেন ফেবুতে। কমেন্ট করেন লুতুপুতু, নাম ধইরা ডাকেন। মানুষরে দেখান যে, উনার বাপ মা উনারে শিক্ষা দেয় নাই বড়দের কিভাবে সম্মান দেখাতে হয়। সেলিব্রেটির লগে এহেন লুতুপুতুময়তা দেখে অন্যেরা মনে করে না জানি তিনি কি, উনারাও এই আপাজানের ফলোয়ার লিস্টে ঢুইকা যান। আপাজানও নিজেরে সেলিব্রেটি ভাবা শুরু করে দেন। শুরু করেন আধপাকনা জ্ঞান মানুষেরে বিলাইতে।





তাহারা ভুলিয়া যান যে, ফেবু থাইকা লগ আউট হইলেই তাগো সেলিব্রেটি লাইফ শেষ। বাপ মা ঝাড়ু লইয়া যে আসে মারতে আকাম করনের লিগা, তা ভুলে যান ফেবুতে থাকা কালীন সময়ে।





"আপনেরা ফেবু সেলিব্রেটি শুধু মাত্র লগ আউট করার আগ পর্যন্ত এর পরে ফুটুস।" এই বানী গতকালকে ফরমাইয়াছেন ছোট ভাই তুহিন।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মারুফ মুকতাদীর বলেছেন: হাহাহাহা, মজা পাইসি :D

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

আকিব আরিয়ান বলেছেন: ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যায় ধন্যবাদ জানিয়েছিলাম ;)

২| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তাদের কি প্রাইভেসি দরকার নাই?

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

আকিব আরিয়ান বলেছেন: ২০ শে জুন, ২০১৩ রাত ৮:০৩ টায় বলেছিলাম: কিসের প্রাইভেসী বুঝাইছেন আসলে বুঝি নাই। তবে যারা সেলিব্রেটী হইতে চান তাদের প্রাইভেসী নিয়ে মাথা ঘামানো উচিত না।

৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :) :D :D :D :D

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

আকিব আরিয়ান বলেছেন: :D :D :D

৪| ২০ শে মে, ২০১৪ সকাল ৯:৫১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে মে, ২০১৪ দুপুর ১:২৯

আকিব আরিয়ান বলেছেন: হেহেহে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.