![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।
হঠাত্ করেই শুনি আমার নাকি বিয়ে। বাসা থেকে আব্বা আম্মা ঠিক করে ফেলেছে। 'পড়ালেখা করি না, কোন কাজের না' এই যুক্তিতে আমাকে বিয়ে করানো হবে যদি মতিগতি ফিরে। মেয়ে হচ্ছে আমার এক কাজিন, যাকে আমি দেখতে পারি না। গত ছয় বছরে একটা কথাও বলি নি। আমি নারাজ বিয়েতে। দুলাভাইকে জিজ্ঞেস করলাম, তিনি নাকি এতে নাক গলাবেন না। এমনিতেই আমার উপর বিরক্ত। আমি মনে মনে অস্বস্থিতে, এই মেয়েরে বিয়ে করব না। এখন কিভাবে বাসায় বলি যে আমার পছন্দের একজন আছে। এদিকে বিয়ের সদাইপাতি হয়ে গেছে। আমি হতবাক। আম্মাকে বললাম, ওরে আমি বিয়ে করব না। বিয়ে যখন করব তখন আমার নিজের পছন্দের একজনকেই করি? আম্মা আমার কথায় নাখোশ হলেও রাজি হয়ে গেল। 'ইয়েস ইয়েস' চিল্লাইতে চিল্লাইতে লাফাইতে লাগলাম। অতঃপর
↓
↓
↓
↓
↓
আমার ঘুম ভাঙ্গিয়া গেলো যাক বাঁচলাম! আমার আর বিয়ে করা লাগলো না।
বিয়ে তখন না করা লাগলেও আমার হবু বউ ফেবুতে এই স্ট্যাটাসের প্রথমভাগ দেখে ভড়কে গেলো তার কাছে সত্যিই মনে হলো আমার বিয়ে হয়ে যাবে, যখন সে মানুষিকভাবে বিপর্যস্ত তখন আবিষ্কার করল ব্যাপারটা সত্যি সত্যি নয়, স্বপ্নে ঘটছে
আমারে ফোন করে বলে, 'ভালো তো, কাজিনকে বিয়ে করে ফেলো।'
যাহ বাবা সে তো ক্ষেপে গেছে তখন আমি তাকে কী বলে ম্যানেজ করলাম সেদিকে আর না যাই
তখনকার ঘটনা, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আমার কানে কিছু সমস্যা দেখা দিছে। কেউ কিছু কইলে আমি অন্য কিছু শুনি। এটা নিয়ে প্রায় বেশিরভাগই ফোনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ি।
মে মাসের কথা, সপ্তাহখানেক আগে ছোটবোনের বার্থডে গেছে। হালকা পাতলা মেজবান হয়েছে বাসায়, আমি ঢাকা থেকে যেতে পারলাম না, আকাইম্ম্যা মানুষের কাজকাম বেশি থাকে বলে। রাতে ফোন দিছি তো সে মেজবানের কথাবার্তা বর্ণণা করতেছে, এক পর্যায়ে বলল, 'কিছু আত্নীয়স্বজন আইছে।'
আমি বললাম, 'সুজন? কোন সুজন আইছে?'
ও বলে, 'সুজন কেডা?'
'আরে মোর জ্বালা তুইই তো কইলি সুজন আইছে।'
'আমি কই কইলাম সুজন আইছে! কইছি আত্নীয়স্বজন আইছে।'
এই হইলো আমার কানের অবস্থা।
বউয়ের লগে কথা বলার সময় প্রায়সময়ই এরকম প্যাঁচ লেগে যায়। সেদিন কথা প্রসঙ্গে বলতেছে, 'শুধু তোমার জন্যে।'
আমি বললাম, 'কি বললা!!!'
'কই কি কইছি!'
আমি কি বুঝেছিলাম সেটা আর বললাম না। এরপর বউ রেগে গিয়ে বলল, 'খালি ঐসব চিন্তাই তো তোমার মাথায় ঘুরে সারাদিন, আর কিছু না।'
আমি সাথে সাথে প্রতিবাদ করলাম, 'আরে কি যে কও, আমি ভালো ছেলে, উল্টাপাল্টা কিছু চিন্তা করি না।'
'হুম জানিই তো কেমন ভালো ছেলে! একটা কইলে আরেকটা শোনো আর তাও খালি এডাল্ট কথাবার্তা।'
আমি ঝাড়ি খেয়ে হতাশ নয়নে আকাশের দিকে তাকালাম, হায়রে নিজেরে বউয়ের সামনে ভালো ছেলে হিসেবে প্রমাণ করতে পারলাম না।
এর মাসদুয়েক পরে, যথারীতি আমি কানে উল্টাপাল্টা শুনি। মানে কেউ যদি 'আকার' বলে তো আমি শুনি 'আবার', এমন আর কি!
সেবারের ঘটনা, আমার কানের সমস্যা থাকাকালীন সময়েই বউর কানে সমস্যা দেখা দিলো। তিনিও কানে উল্টাপাল্টা শুনেন। একদিন কি এমন একটা কথা বলছে আর আমি চান্সে পাইয়া তার ডায়লগ তারে ফিরায় দিলাম, 'হুম খালি এসব অশ্লীল জিনিসই ভাবো তাই না??'
বেচারী হতাশ, আগে দিত সে বাঁশ, এবার দিলাম আমি বাঁশ।
চলতেছে ঘটনা এমনই, রোজার প্রথম দিককার ঘটনা। কাপড় কেনার গল্পের প্রসঙ্গে হঠাত্ করে বউ বলে উঠলেন, 'আম্মু আসতেছে, আবার মার্কেটে যাবো।'
আমি বললাম, 'কীহ্হ!!!'
তিনি বললেন, 'কি হইছে?'
আমি বললাম, 'কি বলছো আবার বলো?'
ভালো করে শুনে আমি হাসতে লাগলাম, উনি জিজ্ঞেস করে, 'হাসির কি হইলো!!'
আমি বললাম, 'আমি আসলে শুনছি তুমি বলছো 'আবার মার পেটে যাবো' হাহাহা'
কানের অবস্থা যেমন তেমন চালিয়ে নেয়া যায়, কিন্তু চোখও উল্টাপাল্টা দেখা শুরু করল!!
তখন ফেবুতে একজনের স্ট্যাটাস দেখেছিলাম, 'পু*কীটা চলে গেল.....'
প্রথম লাইন পড়ে তো পুরাই তব্দা, 'মেয়ে লেখলো কি এইটা!!'
আবার পড়ে দেখি, নাহ ঐখানে লেখা আছে, 'পুচকীটা চলে গেল.....'
এইডা কিছু হইলো!!
অনেক অনেক আগের কথা, একটা অতি সুন্দরী মেয়ে যে কিনা আমার ফ্রেন্ডলিস্টের, আমাকে খুব সুন্দর করে আদুরে গলায় ডাকত ভাইয়া, তারপর সে বেদ্দপ হয়ে গেল আমারে ভালবেসে। ফেবুতে তখন স্ট্যাটাস দিছিলাম,
''একটা বেদ্দপ মেয়ে আছে যে কিনা আগে আমারে 'আকিব ভাইয়া' ডাকত আর এখন সবার সামনে আমারে নাম ধইরা ডাকে।
দুঃখের বিষয় সে এখন আমার গার্লফ্রেন্ড......''
ঐ পোস্টে এসে রিয়েল ডেমোন (রিক ভাই) এসে কমেন্ট করে, 'সেইম হেয়ার ম্যান'
দুজনেই একই কষ্টে কষ্টিত
যা হোক সবকিছুই ভালো চলছে আমার বউয়ের সাথে, শুধু একটা 'বেদ্দপ মেয়ে'র কাছে আমি 'অশ্লীল পোলা' হয়েই রইলাম
একদিন এক ছোট ভাই ইনবক্সে আমার কাছে বুদ্ধি চাইলো, সে তার গার্লফ্রেন্ডকে কি গিফট দিবে তা নিয়া কনফিউজড্। সামনে কোন একদিন দেখা করতে যাবে।
আমি তারে মেয়েদের কি কি গিফট করা যায়, কত দাম, কই কই পাওয়া যায় সব কইলাম।
আটদশটা আইটেম বলার পর সে বলে, 'না, মানে এমন কিছু দিতে চাইছিলাম যেন তার ফ্যামিলির কেউ না দেখে আর কি, দেখলে প্রবলেম।'
আমি কইলাম, 'এক কাম করো, স্যানেটারি ন্যাপকিন গিফট করো আর না হয় আন্ডার গার্মেন্টস। ও গায়ে জড়ায়া রাখবো ঠিকই মাগার ওর ফ্যামিলির কেউ দেখবো না।'
যা হোক বেচারা শেষ পর্যন্ত গিফট কিনতে যায় নি, তার মাসখানেকের প্রেমিকা হঠাত্ করে ডুব মেরে দেয়। আর দেখা হয় নি।
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
আকিব আরিয়ান বলেছেন:
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮
ৈতয়ব খান বলেছেন: আবে এত ক্যাচাল ক্যালা? সাদি কররি হালায়!! করস না ক্যালা?? সাদির মদ্যে ভিটামিন আছে............................
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
আকিব আরিয়ান বলেছেন: ভাইটামিন
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
আকিব আরিয়ান বলেছেন:
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩
আকিব আরিয়ান বলেছেন:
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: এক পর্যায়ে বলল, 'কিছু আত্নীয়স্বজন আইছে।'
আমি বললাম, 'সুজন? কোন সুজন আইছে?'
ও বলে, 'সুজন কেডা?'
'আরে মোর জ্বালা তুইই তো কইলি সুজন আইছে।'
'আমি কই কইলাম সুজন আইছে! কইছি আত্নীয়স্বজন আইছে।'
এই হইলো আমার কানের অবস্থা।
এতটুকু পড়েছি আর পড়েই ভাবলাম একটা কথা বলি তোমাকে, বাকীটা পড়ে পরে কমেন্ট করবো কি করবোনা পরের কথা । এখন শোনো ভাইয়া দূর্জনের ছুতার অভাব হয়না।
একটা কথা বললে সে ঘুরাই পেচায় অন্যদিকে নিয়ে যাবেই যাবে।
তুমি নিশ্চয়ই দূর্জন না অনেক ভালো লক্ষী একটা ভাইয়া তবে নিজেই আমাকে বলেছো তুমি কেউ কিছু বললেই ক্ষেপে যাও একবার থেকে দুইবার বল্লেই তার মানে তুমি দূর্জনের জায়গায় অকারণ রাগী ভাইয়া। আর তাই আত্মীয় স্বজন বললেও তুমি তার সাথে ঝগড়া লাগাইতে সুজন শুনছিলে।
ভাইয়া তুমি কিন্তু অল্প পরিচিতদের উপরে রাগ করোনা । আমার কমেন্ট পড়ার সময় সেই কথটা কিন্তু ভুলে যেওনা ওকে?????????
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
আকিব আরিয়ান বলেছেন: উহু আপনে আমার অল্প পরিচিত না, ব্লগে সবচে বেশি কমেন্টিং আপনার সাথে হয়েছে, আপনে আমার খুব কাছের একজন মানুষ সো আপনের উপর রাগ করতেই পারি
চুপ কর বেয়াদব
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪
হেডস্যার বলেছেন:
চরম লেখছেন....হা হা
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
আকিব আরিয়ান বলেছেন:
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
গ্রাম্যবালক বলেছেন: কানের অবস্থা যেমন তেমন চালিয়ে নেয়া যায়, কিন্তু চোখও উল্টাপাল্টা দেখা শুরু করল!!
তখন ফেবুতে একজনের স্ট্যাটাস দেখেছিলাম, 'পু*কীটা চলে গেল.....'
প্রথম লাইন পড়ে তো পুরাই তব্দা, 'মেয়ে লেখলো কি এইটা!!'
আবার পড়ে দেখি, নাহ ঐখানে লেখা আছে, 'পুচকীটা চলে গেল.....'
লুল
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
আকিব আরিয়ান বলেছেন: লুল
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: উহু আপনে আমার অল্প পরিচিত না, ব্লগে সবচে বেশি কমেন্টিং আপনার সাথে হয়েছে, আপনে আমার খুব কাছের একজন মানুষ সো আপনের উপর রাগ করতেই পারি
চুপ কর বেয়াদব
আমার সাথে বেদ্দপি!!!!!!!!!!!!!!!!!!! আমি কিন্তু সিংহ রাশি!!!!!!!!!!!!!!!!
কয়দিন হলো ব্লগে আসছো? একদম সামুপালি বানায় দেবো!!!!!!!!!
তখন কিন্তু আর আমার নিজের রাগ নিয়ন্ত্রনের পোস্ট ফোস্ট মনে থাকবে না!!!!!!!!!!!!!!!
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২
আকিব আরিয়ান বলেছেন: হাহাহাহাহা
বেদ্দপ ছোট বোন
৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: ছোট বইন!!!!!!!!!!!!!!!
ফেইন্ট হয়ে গেলাম!!!!!!!!!!!!!!!
আজকের মত আর গিয়ান ফিরিবেনা ভাইয়াজী!!!!!!!!!!!
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
আকিব আরিয়ান বলেছেন: হাহাহাহা জ্ঞান না ফিরিলেও ভালো
আমি বাসায় আমার ছোটবোনরে কিন্তু অনেক মারি
১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১
বেঈমান আমি. বলেছেন: এরপর বউ রেগে গিয়ে বলল, 'খালি ঐসব চিন্তাই তো তোমার মাথায় ঘুরে সারাদিন, আর কিছু না।'
আমি সাথে সাথে প্রতিবাদ করলাম, 'আরে কি যে কও, আমি ভালো ছেলে, উল্টাপাল্টা কিছু চিন্তা করি না।'
'হুম জানিই তো কেমন ভালো ছেলে! একটা কইলে আরেকটা শোনো আর তাও খালি এডাল্ট কথাবার্তা।'
আমি ঝাড়ি খেয়ে হতাশ নয়নে আকাশের দিকে তাকালাম, হায়রে নিজেরে বউয়ের সামনে ভালো ছেলে হিসেবে প্রমাণ করতে পারলাম না।
'না, মানে এমন কিছু দিতে চাইছিলাম যেন তার ফ্যামিলির কেউ না দেখে আর কি, দেখলে প্রবলেম।'
আমি কইলাম, 'এক কাম করো, স্যানেটারি ন্যাপকিন গিফট করো আর না হয় আন্ডার গার্মেন্টস। ও গায়ে জড়ায়া রাখবো ঠিকই মাগার ওর ফ্যামিলির কেউ দেখবো না।'
হাহাহাহাহাহাহাহহাহা ওরে ভ্রাতা আমি যে তোমার পান্খা হয়ে গেলাম।
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
আকিব আরিয়ান বলেছেন: হাহাহাহা লুল
১১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কোন ব্যদ্দপ যে ঘাড়ে জুটে। ভদ্র পোলা থাকার চেষ্টা চলবে এডাল্ট কথাবার্তা বলপো না তারে কখনো ।খালি কোরআন তেলাওয়াত করে শুনাবো
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
আকিব আরিয়ান বলেছেন: আল্লাহ রাসূলের কথা শুনাইলে শুনতে হয়, 'আকিব আমি তোমার কাছে এসব শুনতে চাইছি? এসব আমি জানিই'
১২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সূর্য হাসান বলেছেন: সেইরাম হইছে !!!
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
আকিব আরিয়ান বলেছেন:
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
সোনা মানিক বলেছেন:
জবাব নাই । গিফট এর আইডীয়া কাজে লাগব।।
১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১১
আকিব আরিয়ান বলেছেন: এই গিফট গার্লফ্রেন্ডরে দিলে ঝাঁটাপিটাও খাইতে পারেন
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
খেয়া ঘাট বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১২
আকিব আরিয়ান বলেছেন:
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, মজা পেয়েছি
১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৩
আকিব আরিয়ান বলেছেন:
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২
হাসিব০৭ বলেছেন: দিস ইজ বেয়াদবি এক্কেবারে বেয়াদবি
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
আকিব আরিয়ান বলেছেন:
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুম জানিই তো কেমন ভালো ছেলে! একটা কইলে আরেকটা শোনো আর তাও খালি এডাল্ট কথাবার্তা।'
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
আকিব আরিয়ান বলেছেন:
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
জুন বলেছেন: মজাদার রম্যরচনা
শুভকামনা জানবেন আকিব আরিয়ান
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
আকিব আরিয়ান বলেছেন: আপনাকেও শুভকামনা জুন
১৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
সংগ্রামী মন বলেছেন: vai ar kosto keu bujlonara,vai jan vabi bader onar bandobider kothar je ke mana dora ???
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
আকিব আরিয়ান বলেছেন: অন্যকাউকে মনে ধরলে ঘুষি খাইতে হবে এমনেই যত ঘুষি মারে
২০| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০
শায়মা বলেছেন: কেমন আছো আজ আমার বড়ভাইয়া?
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
আকিব আরিয়ান বলেছেন: ভাল আছি ছোট বইনা আপনি?
২১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: আমিও ভালো আছি বড়ভাইয়া। ভাবীজি কেমন আছেন?
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২
আকিব আরিয়ান বলেছেন: আপনার ভাবিজিও ভালো আছে
২২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৩
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
২৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
মিজভী বাপ্পা বলেছেন: ভালা হইচে, সেইরম বিনুদুন পাইলাম। আমাগো বেদ্দুপ ভাপী
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
আকিব আরিয়ান বলেছেন:
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩
এবি মিনহাজ বলেছেন: লেখাটা সৌন্দর্য হইছে। বডই সৌন্দর্য!!
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০
তাসজিদ বলেছেন: হা হা হা।
বিয়ে সাদি ভালু না
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯
আকিব আরিয়ান বলেছেন: হাহাহা
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
ভিটামিন সি বলেছেন: তাসদীদ বলেছেন: বিয়ে সাদি ভালু না।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
আকিব আরিয়ান বলেছেন: কইরেন না তাইলে বিয়ে শাদী
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
আকিব আরিয়ান বলেছেন:
২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার রম্যরচনা!
ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
আকিব আরিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
আরজু পনি বলেছেন:
চোখের, কানের ডাক্তারের পরামর্শ নেয়াটা আপনার জন্যে জরুরী হয়ে গেছে
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
আকিব আরিয়ান বলেছেন:
৩০| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫
আকিব আরিয়ান বলেছেন:
৩১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২
মারুফ মুকতাদীর বলেছেন: এইডা তো স্ট্যাটাস সংকলন, সবই পড়ছি।
শায়মা আপু আপ্নের ছোটবোন ?!!!!
কম কইরা হইলেও ১০-১৫ বছরের সিনিয়র হইবো মাস্ট!
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
আকিব আরিয়ান বলেছেন: জ্জানি তাই ছোট বোন হিহিহি
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: