নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কালো দর্পণে আঁকাআঁকি

আকিব আরিয়ান

রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।

আকিব আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

আমার বউঃ আটার বস্তা B:-) :-B

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

আমার বউয়ের সাথে আমার সবকিছুতেই মিল, এমনকি আমার গলার বাঁপাশে যে ভাঁজে তিল তারও ঐকই জায়গায় তিল। হানিমুনে যাওয়ার পর থেকেই সে নিজেকে অতি বিজ্ঞানী হিসেবে আবিষ্কার করলো, আমার অজ্ঞাত আমারই শরীরের বিভিন্ন স্থানের তিল আবিষ্কার করে। ;) আমার বাঁচোখের পাপড়ির লোমের গোড়ার তিল থেকে আরও বিচিত্র জায়গা থেকে তিল খুঁজে বের করলো। প্রতিটা তিল বের করার পর তার খেদোক্তি, 'হুহ, উনি উনার তিল কোথায় আছে তা বলতে পারে না, আমার সব বের করে দিতে হয়!' B:-/

তিলের মিলে যদি শেষ হয়ে যেত তবে কোন কথা ছিল না, তার ভাষ্যমতে আমি তাকে প্রতিটা কাজই 'কপি' করি! আমার কাউকে অনুকরন করার মতো অভ্যাস কোনকালেই ছিল না, আর প্রতিটা কাজ আমিই আগে করি তারপরও মিথ্যে এ অপবাদ দিলেই তার সাথে আমার কিছু খুনসুটি হয়। খুনসুটিগুলো এক পর্যায়ে তুই-তোকারিতে চলে যায়; যেমন- এ্যাই তুই আমাকে কপি করছ ক্যান! X( ঐ তরে আমি কপি করি নাআআ। X(( এই টাইপ। তুইতোকারি মানে যে ঝগড়াঝাটি তা না, সে জিনিসটা বুঝলেন না বউয়ের বড় বোন। বিয়ের পরপর গেছি শ্বশুড়বাড়িতে নাইওর, তো এক দুপুরে বেলা করে ঘুম থেকে উঠলাম। কেন এত ঘুমালাম তা আবিষ্কার করতে পারলাম না, মনে মনে আফসোস হতে লাগলো, ধুরর নতুন জামাই তারা কী ভাববে এত দেরি করে উঠলাম! ;) :-B ঘুম ভাঙার একটু পরই দেখি বউ এসে হাজির, তার মুখে রাজ্যের বিরক্তি। আমাকে কিছুক্ষন শাসিয়ে গেল, সেও এতবেলা পর্যন্ত বাসি মুখে বসে আছে। আমি মুচকি হাসি দিয়ে কাছে টেনে নিলাম। একটু পরই কাজের মেয়ে টুনি হালকা কেশে ভিতরে ঢুকলো ঘর পরিষ্কার করার জন্যে। তখনই আমি নিকোটিনের অভাব অনুভব করলাম, দীর্ঘদিনের অভ্যাস বাসিমুখে সিগারেট টানার। শ্বশুড়বাড়িতে ভদ্রছেলে হিসেবে থাকার দরুণ সিগারেটও টানতে পারছি না। বউকে বললাম টুনিকে দিয়ে দোকান থেকে আমার জন্যে এক প্যাকেট সিগারেট কিনে আনতে। বউ ঝামটা মেরে বলল, 'আমাকে চুমু খেয়েও সিগারেটের স্বাদ মেটে নি তোর!' |-)

আমি চুপসে গেলাম। বাইরে থেকে আমাদের কথোপকথন কান পেতে শুনে নিলেন বড় আপা। তিনি তত্‍ক্ষনাত তার বোনকে ডেকে নিয়ে বললেন, 'কীরে! জামাইর সাথে তুইতোকারি তো ভালো না। তোরা কি সবসময় এমন করিস?' #:-S



বউ হাসতে হাসতে বলে আসলো, 'আমাদের মধ্যে এসব চলেই।' ;) B-)



সে খানিকক্ষণ পর এসে আমাকে এসে এ ঘটনা বলে লুটিয়ে পুটিয়ে হাসতে লাগলো। আমি তাকে বললাম, 'আরে এত হেসো না, পড়ে যাবে।'

সে হাসতে হাসতেই উত্তর দিলো, 'তুমি আছো কী জন্যে তাহলে? ধরবে আমাকে।'

আমি তখন মুখ বাঁকিয়ে উত্তর দিলাম, 'হুহ, আমাকে তো কামলা পাইছোই আটার বস্তা কাঁধে নেওয়ার মতো।' |-) :-B :-B



'কীহ!' তার মুখ পাংশু বর্ণ ধারণ করলো, আর আমি আসন্ন সুনামি থেকে আত্নরক্ষার্থে গোটা তিনেক লাফ দিয়ে বাথরুমে ঢুকে পড়লাম।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

মনিরুল হাসান বলেছেন: পোস্ট অর্ধেকের মত পড়ার পরে ভেবেছিলাম পুরোটুকু পড়া শেষ হলে জানতে চাইবো নতুন বিয়ে নাকি? আরেকটু পড়ে দেখি ধারণা ঠিক - 'নতুন জামাই'। :)


০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

আকিব আরিয়ান বলেছেন: বিয়ে ভাই এখনও করিই নাই, নতুন জামাইও হই নাই :#> :-B

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

নতুন বলেছেন: মনিরুল হাসান বলেছেন: পোস্ট অর্ধেকের মত পড়ার পরে ভেবেছিলাম পুরোটুকু পড়া শেষ হলে জানতে চাইবো নতুন বিয়ে নাকি? আরেকটু পড়ে দেখি ধারণা ঠিক - 'নতুন জামাই'।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

আকিব আরিয়ান বলেছেন: আকিব আরিয়ান মনিরুল হাসানকে বলেছেনঃ বিয়ে ভাই এখনও করিই নাই, নতুন জামাইও হই নাই :-B

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: রসিকতা ভালই লাগল। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

আকিব আরিয়ান বলেছেন: =p~ ভালো থাকবেন

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

তোজি বলেছেন: মানতেই হবে আপনার দাম্পত্য রসায়নটা অনেক রোমান্টিক । বউ আটার বস্তা হলেও মাঝে মাঝে দাম্পত্য জিবনে এমন খুনসুটি না হলে সাংসারিক জিবনটা পোক্ত হয়না । শুভ কামনা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

আকিব আরিয়ান বলেছেন: ভাই আমি এখনও অবিবাহিত :( শুধু শুধু শুভ কামনা জানিয়ে কষ্ট দিবেন না :( :-B

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

মহান অতন্দ্র বলেছেন: ভাল । মজা পেলাম ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বললেই হবে বিয়ে করি নাই? ;) ;) :)


খুব লাইভলি হয়েছে লেখা। আপনি এমন একটা বউয়ের সাথে দাম্পত্য জীবন চান, তা বোঝা গেলো। আপনার ইচ্ছে পূরণ। হোক।

শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

আকিব আরিয়ান বলেছেন: আসলেই ভাই বিয়া করি নিয়া, তবে এরকম চিন্তা করি যেন হয়। শুভ কামনার জন্যে ধন্যবাদ :)

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আমি অথবা অন্য কেউ বলেছেন: মজার, ভালোলাগা রইলো

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

আকিব আরিয়ান বলেছেন: শুভ কামনা :)

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: বউকে আটার বস্তা না বলে তুলার বস্তা বলাটাই বুদ্ধিমানের কাজ হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

আকিব আরিয়ান বলেছেন: তা অবশ্য ঠিকই :P যাক, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো!! তা ভালো আছেন তো?

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সায়েমুজজ্জামান বলেছেন: আটার বস্তা শুনার পর থেকে তুই, তুমি তো আপনিতে উঠার কথা :D :D :D :D

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

আকিব আরিয়ান বলেছেন: উঠে নাই আর কি =p~

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: প্রাণবন্ত একটা লেখা। ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: লেখায়তো রোমাঞ্চে ভরপুর ! ;) ;)

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

আকিব আরিয়ান বলেছেন: :) ধইন্না

১২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অবিবাহিত অবস্থায় এমন লেখনী
বিবাহিত হলে কি হতো। :#)

বিবাহ পরবর্তী লেখা কবে পামু। :-B
ভাল থাকবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

আকিব আরিয়ান বলেছেন: :!> বিয়ার পর কোন লেখা দেয়া যাবে না, বউ পিঠাইতে পারে :-P

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: আটার বস্তা নিয়া আমিও সমস্যায় আছি।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আকিব আরিয়ান বলেছেন: আহারে সমবেদনা, যদিও আমারটা :#) কেমন হবে কইতে পারি না

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , মজা পাইছি :)
জবাব নাই !

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

আকিব আরিয়ান বলেছেন: :) :)

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার আটার বস্তা :P :P =p~ =p~ !:#P !:#P B-)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

আকিব আরিয়ান বলেছেন: :-P :-P :D :D

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

বাকি বিল্লাহ বলেছেন: কিরে ভাই এতো কিছুর পর এখন কি বলেন, কাহিনী কি কাল্পনিক? :(

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

আকিব আরিয়ান বলেছেন: হ ভাই পুরাই কাল্পনিক :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.