![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
একজন বীরাঙ্গনার গল্প। নির্মমতার গল্প। সেই সাথে নবস্বপ্নের গল্প, নতুন করে বাঁচার গল্প। ১২ বছরের একটি মেয়ের গল্প। চোখের সামনে পিতা-মাতাকে নির্মমভাবে খুন করে পাকিস্তানের হানাদার বাহিনীরা ঘরবাড়ি পুড়িয়ে দেয়। তারপর... পরপর দশজন তাঁকে ধর্ষণ করে... (বুকের ভেতর ছ্যাত ছ্যাত করে উঠছে)
লোকলজ্জায় মেয়েটি গ্রাম থেকে পালিয়ে এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়ায়, দুয়ারে দুয়ারে অন্নের জন্য হাত পাতে, খোলা আকাশের নিচে রাত কাটায়, প্রতিটা সমাজে তাঁকে তাড়িয়ে দিতেই থাকে।
যখন ঢাকার একটি ক্লিনিকে ভর্তি হয় তখন সে ছয় মাসের গর্ভবতী। তার মানসিক অবস্থা তথৈবচ; বিধ্বস্ত; জীবনে বেঁচে থাকা তার কাছে মৃত্যুর মত। নিজের প্রতি এতটাই ঘৃণা তার যে কারো চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারতো না।
কিছুদিন পর তার গর্ভপাত করা হল। এরপর সুকান্তের কবিতার মতন মেয়েটি আবারো শৈশবেই যেন ফিরে গেল, সে হাসছে, খেলছে, দুষ্টুমি করছে, ছুটোছুটি করে বেড়াচ্ছে, মৃত্যুর নগরী থেকে বেঁচে আসা এক জীবন্ত জলোচ্ছ্বাস !
--------------------------------------------------------------------------------------------
Sarasota Herald-Tribune - Apr 5, 1972 এ এটি রিপোর্ট আকারে প্রকাশিত হয়, রিপোর্টটি পড়ে আবেগের সবকটা কিনারা ছলছল করছে।
বাংলাদেশী হিসেবে জন্মে আমার জীবনটা ধন্য, আমরা যে শত সহস্র লড়াই করেই বাঁচতে জানি। সেই বীরাঙ্গনার প্রতি রইলো বুকের গভীর থেকে সশ্রদ্ধ সালাম।
Click This Link
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
নীল_সুপ্ত বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্যে। কিন্তু ভাইয়া, এটা কি ডাউনলোড করা যাবে?
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫০
নীল_সুপ্ত বলেছেন: নিউজ এর কথা বলছেন, আপু? যেই লিঙ্ক দিয়েছি সেখানে গেলেই পাবেন, তারপর ওখান থেকে স্ক্রিনশট ইউজ করে নামিয়ে রাখবেন না হয়
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: রিপোর্টটা পড়লাম। যদিও রিপোর্টটা বীরাঙ্গনাদের নিয়েই তৈরি করা, তবুও মনে হল এখানে ডঃ কারমান এবং তার বিশেষ পদ্ধতিতে গর্ভপাত নিয়েই বেশী আলোচনা হয়েছে। এর মধ্যেও অবশ্য অনেক তথ্য উঠে এসেছে। ডঃ কারমানকে তার অবদানের জন্য স্যালুট জানাচ্ছি।
বীরাঙ্গনাদের প্রতি রইলো আমার ভালোবাসা আর শ্রদ্ধা। বাঙালী জাতি তাদের অবদানের কথা সব সময় মাথানত করে স্মরণ করুক এটাই আমার কামনা। অনেক ধন্যবাদ নীল_সুপ্ত।