নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় বলিও না সত্য, উন্মোচনে রহস্য, করিও গোপন, যা আছে মম অভ্যন্তরে, যাপিত জীবন, কঠিন ভীষণ, পদে পদে তাহার শত আঘাত, ক্রন্দনে খুঁজিয়া নিও প্রান, তাহার দিব্য চোখে, সব যে দুঃখ মহাসাগর সমান......।।

কিউপিড রিটার্নস

আমি কে খুঁজে ফিরি এখনও আমাকে। আমি কে, জানি এটুকু আমি তার যাকে খুঁজি আমি বারবার, শহরের যান্ত্রিকতায় এপার ওপার, ভালোবাসার।

কিউপিড রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা না টেলিপ্যাথি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

ছেলেটা একা বারান্দায় বৃষ্টি দেখছিলো, ছেলেদের বৃষ্টি দেখাটা কেমন আজগুবি লাগে, রাত তখন গড়িয়ে গিয়ে, দ্বিপ্রহর পার হয়েছে, কুন্তল কালো রাতের বৃষ্টি, অন্ধকারে খুব একটা দেখা যায়না কিছু, সামনের গলি-মাথায় ল্যাম্পপোস্টের আলোতে কেমন জানি নিস্তব্ধতার গান, জল- ফড়িং এর মেঘের সাথে মনে দেয়ানেয়ার সুর।

ছেলেটার বয়স একুশ কী বাইশ হল, এই বয়শের ছেলেরা রাত জেগে বৃষ্টি দেখেনা খুব একটা, এই ছেলেটা দেখে, ছেলেটা অদ্ভুত এক মায়া-চোখ নিয়ে তাকিয়ে থাকে, ওদিকে মেয়েটার আকাশে বৃষ্টি কিনা বালক জানেনা, হঠাত ছেলেটার ইচ্ছে হয়, মেয়েটাকে ফোন দিবে, দেই দেই করে আর দেয়া হয়না, তার মনে তখন বৃষ্টিতে সেই মেয়েটার নীল শাড়ি, নীল শাড়িতে পাশে বসা মেয়েটাকে নিয়ে বৃষ্টি দেখা, স্বচ্ছ জলের মাঝে দুজনার বৃষ্টি, "আচ্ছা, মেয়েটার কি নীল শাড়ি আছে?" ছেলেটার প্রশ্নের কোন উত্তর নেই, মেয়েটাকে ফোন দিতে তার বড্ড ভয়, তবুও ভালোবাসে।

মেয়েটা জেগে থাকে, ছেলেটার ফোনের অপেক্ষায়, আর মেয়েটা নীল শাড়ি গায়ে জড়িয়ে ভাবে, ছেলেটার কথা, দুজনে মিলে বৃষ্টি দেখার কথা।



কী অদ্ভুত টেলিপ্যাথি?

একেই কী ভালোবাসা বলে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.