নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

অদ্ভূত একটা বিষয় মৃত্যু

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

অদ্ভূত একটা বিষয় মৃত্যু। কিছুক্ষণ আগেও হয়ত কথা বলছেন। কিছুক্ষন পরেই নেই। তার পর নানা আয়োজন।সাদা কাফনে জড়িয়ে দেয়া। স্বজনদের কান্নাকাটি। জানাজা শেষে কবরে। কাত করে শুইয়ে দেয়া হয়। তার পর মাটি চাপা। তারপর একটি জীবনের শেষ অধ্যায়।তবুও আমরা এ জীবনে কত না কিছু করতে চাই!



আমার দাদা (বাবার মামা) মারা গেলেন পয়লা জানুয়ারী। ২ জানুয়ারী আমরা তাকে কবরে রেখে যার যার কর্মস্থলে ফিরে এলাম। আবার সেই ব্যস্ততা। কিন্তু যে কথাটি আমরা বরাবরই ভুলে থাকি, তাহল একদিন আমাকেও এভাবে চলে যেতে হবে!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

শীলা শিপা বলেছেন: যখন কেউ আপন জন মারা যায় তখন খারাপ লাগে এটা ঠিক।তবে আসল কষ্টটা অনুভব করা যায় আরও পরে।যখন তার শুন্যস্থান বারবার চোখে পরে।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

শূন্য পথিক বলেছেন: সত্যি। :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.