নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি যদি ক্ষমতায় আসে তখন? তখন নিশ্চয় আওয়ামী লীগ নেতাদের এ রকম লাশ পাওয়া যাবে!

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

খবরটা শুনে খুবই আহত হলাম। ঢাকার একজন নেতাকে কুষ্টিয়াতে হত্যা করা হয়েছে। যার হাতে পুলিশের হ্যান্ডকাপ পরানো।



চলমান মহাজট(!) সরকারের সময়ে এটি হতেই পারে। কিন্তু এর মাত্রাটা কতটা সহনীয়? ও্য়ার্ড পর্যায়ের নেতা বলে হয়তো এখনো বিএনপির তরফে কিছু বলা হয়নি। বলা হবে হয়ত।



কিন্তু আফসোস লাগে এ জন্য যে, আমাদের দেশের রাজনীতির সাথে যারা জড়িত তাদের জীবন বিপন্ন হচ্ছে। এটা কারো জন্য ভালো খবর হতে পারে না।



এখন আওয়ামী যামানা। সাধারণ মানুষ হত্যার রাজনীতিটা তাদের কাছে নতুন নয়। কিন্তু আগে হয়তো অন্যদল এর অনুকরণ করতো না । এখন করবে।



বিএনপি যদি ক্ষমতায় আসে তখন? তখন নিশ্চয় আওয়ামী লীগ নেতাদের এ রকম লাশ পাওয়া যাবে। এভাবেই কী চলবে আমাদের প্রিয় স্বদেশ। এ ভাবে! না এভাবে চলতে দেয়া যায় না।



আসুন আমরা প্রতিবাদী হই। নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হই। সরকার নিশ্চয় এটা বুঝবেন, হত্যা কখনো বিরোধী মত দমনের ভালো পথ হতে পারে না। পরমত সয়েই রাজনীতি করতে হবে।



প্রতিহিংসার বদলে সমঝোতা হোক। আলাপ আলোচনার মাধ্যমে রাজনীতি এগিয়ে যাক। আমরা নতুন কোনো সময়ের অপেক্ষা করছি।



আল্লাহ নিশ্চয় ধৈর্য্যশীলদের সাথে আছেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

মেহেদী_বিএনসিসি বলেছেন: এটাই হাসিনা-খালেদার গনতন্ত্র....যার জন্য নুর হোসেনরা মারা গিয়েছিল..........
নিশ্চয়ই ডঃ মিলন বা নুর হোসেনরা নিজেদের বোকামীর জন্য নিজেদেরই চুল ছিড়ছে। আর আমরা বাঙ্গালীরা আর কিছুদিন পরেই এই গনতন্ত্রের স্বাধ নেওয়ার জন্য ভোট দিতে দৌড়াবো.......। তার পরে হয়তো এই লাশের শিরোনামে থাকবে আওয়ামী কোন নেতার নাম.....আমাদের গনতন্ত্র ওই ৩৫-৪০ বছর ধরে আজীবনের জন্য নির্বাচিত ওই দুই নেত্রীর আচঁলের তলায় মুখ লুকাবে

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন:
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।


৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

েরজা১৩েহপী বলেছেন: আরেকটা ১/১১ চাই। হসিনা খালেদা মুক্ত বাংলাদেশ চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.