নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনযুদ্ধে হেরে যাওয়া নগরের মানুষগুলোর চেহারা দেখে খুব মায়া লাগে। মায়া লাগে নিজের চেহারা দেখেও। একযুগ ধরে এই নগরে আছি।
প্রতি সরকারের সময় সব কিছুর দাম বেড়েছে। তবে সবচেয়ে বেড়েছে চলমান মহাজোট সরকারের সময়। খুবই অবিশ্বাস্য রকমের।
জীবনের দাম কেবল কমছে। কমছে এমন যে সেটাকে আর টেনে তোলা যাবে না।
সর্বশেষ আরেক দফা তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়ছে সব কিছুর ওপর। গত বছর যে ফুলকপি ২৫ টাকায় কিনেছি। সেটি এ বছর ৫০ টাকা। সোজা দ্বিগুন।
এ টাকাটা যদি কৃষক পেতেন, আমি খবুই খুশী হতাশ। কিন্তু এ টাকাটা যায় ফড়িয়াদের পকেটে। রাস্তাঘাটে আর বাজারে যারা চান্দা তোলে তাদের পকেটে।
চান্দাবাজরা যখন যে সরকার থাকেন সে সরকারের লোক।এই চান্দার প্রভাবটাও আমাদের ওপর পড়ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কুইকরেন্টালের নামে সরকার যে বৈধভাবে লুট করেছে তার প্রভাব।
এ লুটের টাকা পাচার হচ্ছে বলে শুনছি। কিন্তু আমাদের ঘরে আলো আসেনি। আলোও লুট হয়েছে। সে সাথে লুট হয়ে গেছে আমাদের আনন্দময় দিন। এ লুটের বিরুদ্ধে আসুন আমরা সবাই সোচ্চার হই।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
সািকল খান বলেছেন: সরকার যা ইচ্ছে তাই করবে,,,,,,,,,,,,এটাই এদের নীতি!!
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
নষ্টালজিয়া বলেছেন: "বৈধ ভাবে" লুট করছেনা-বরং অবৈধ কাজ(কুকাজ)বৈধতার দোহাই দিয়ে লুটপাট কড়ছে।