নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুধুময় ভাষণ শুনছিলাম। খারাপ লাগেনি। অনেক কিছু জানতে পারলাম। শুধু জানলাম না তার নেতিবাচক দিকগুলো। তবুও ভালো, ভালো খবরে আমরা থাকতে চাই।
কিন্তু সকালে ঘটলো বিপত্তি। আগের রাতে শুনলাম বিদ্যুতের বহুত উন্নতি হয়েছে। তাই এ মহাশীতের সময় নিশ্চয় লোড শেডিং হবে না। হওয়ার কথাও না।
চারদলীয় জোট সরকার, যারা আওয়ামী মহাজোটের ভাষায় চোর। তাদের আমলে এ রকম ঘটনা মনে করতে পারছিলাম না।
আজ সকালে ঘুম ভেঙে দেখি, কারেন্ট নেই। আমি ভাবলাম বাল্ব নষ্ট বুঝি। অন্য ঘরের বাল্ব জেলে দেখলাম , না এটা ডিজিটাল তেলেসমাতি। প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
কন কনে শীতে লেপ থেকে বের হতে যেখানে কষ্ট সেখানে সরকারের লাইনে কারেন্ট নেই। কি মুছিবত বলেন তো।
প্রধানমন্ত্রী তো বলেন, খালি খালি লোকে তাদের গালি দেয়। কিন্তু এ রকম হলে তো আদর করে ডাক মারার কোনো উপায় থাকবে না। চার বছর গেলো, এখনো চারদলীয় জোটের সমস্যা টেনে বেড়াচ্ছেন বলে পার পাওয়ার চেষ্টা করছেন মহাজট সরকার।
এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি? কারো কাছে থাকলে জানাইয়েন!
নইলে নিশ্চিত ধরে নিবো মহাজট সরকারের জট লেগেছে্ । এ জট আগামী নির্বাচনে জনগণের ভোটের অধিকার দিয়া ভাঙতে হবে!!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
মোরতাজা বলেছেন: লোল
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
শয়ন কুমার বলেছেন: দশ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন যদি হয় মাত্র সাড়ে ছয় হাজার মেগাওয়াট তাইলে লোডসিডিং তো হবেই নাকি ???
লোডসিডিং দ্রুত দূর করতে কুইক রেন্টালের বিকল্প নাই, কিন্তু সমস্যাটা হলো এখাতে টাকা মারার সুযোগও তৈরি হয় ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
মোরতাজা বলেছেন: ভাইরে ঘাপলা আছে!
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
এন ইউ এমিল বলেছেন: আজ আমিও ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই তাই আজ গোসল না করেই অফিসে আসছি