নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম ভেঙ্গে দেখি, ওরা তখনো ঘুমায়! রাতে ফিরলে দুজনই ছুটে আসে। অসম্ভব এক ভালোলাগা। পিতা হিসাবে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়। কোনো কষ্টই স্পর্শ করতে পারে না। জীবনের সব হিসাব বাদ দিয়ে, দু ছেলের চোখে তাকাই। পৃথিবীতে এর চেয়ে বড় কিছু আমি চাইনা, চাইব না কখনোই। চোখে ভাসে বাবার পরিশ্রান্ত অথচ আলোকিত মুখ। মায়ের হাসি মাখা ক্লান্ত চেহারা। তখন হয়ত বুঝতাম না, সন্তান নিয়ে এত প্রশান্তি কেন! এখন বোঝার চেষ্টা করি!
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫০
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
চ।ন্দু বলেছেন: বাচ্চাদের আমার খুব ভাল লাগে। তবে বৌ বা সন্তান না থাকাতে বিষয়টি নিয়ে কখনও গভীর ভাবে ভেবে দেখিনি। বলা চলে উপলব্ধি করার সৌভাগ্য হয়নি।