নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তাণ্ডব, জনতা এবং বিএনপি

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

কী হচ্ছে, দেশে? অনেকেই এ প্রশ্নটা করছেন। আসলেই কেউ বলতে পারছেন না। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় শা্হবাগের দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, সংবাদপত্রের ভাষায় সারা দেশে জামায়াতের তাণ্ডব চলছে, আওয়ামী লীগের লোকেরা এখন ‌'জনতা' উপাধি পেয়েছে গণমাধ্যমের কাছ থেকে। বিএনপির নতুন কর্মসূচী এবং বিনাবাক্য ব্যয়ে পুলিশের গুলি, আমাদের আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে। আমি নিজেও কনফিউজড। খোলাসা করতে পারেন, কেউ। পারলে জানায়েন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

shapneel বলেছেন: ৭১ টিভি দেখেন সব ক্লিয়ার (হলুদ) হয়ে যাবে...পুরাই হলুদ....

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন: সাঈদীর ফাঁসির রায় হবার পর যখন জামাতের ডাকা হরতাল চলছিল, বিভিন্ন স্থানে পুলিশ র‌্যাব ও আওয়ামী বাহিনীর সাথে জামাত-শিবিরের সংঘর্ষ চলছিল কয়েক জামাত-শিবির কর্মী মারাও গেছিল তখন অনেকের মুখে শুনলাম জামাত শেষ! আওয়ামী ও বাম সমর্থিতদের খোশ মেজাযে বলতে শুনি জামাত শেষ! জামাত শেষ!! কথাগুলো তারা খুব পরিতৃপ্তির সাথে বলছিল মনে হচ্ছিল তারা সাঈদীর রায়ের ব্যাপারে মহা টেনশনে ছিল ফাঁসি হওয়ায় তারা হাফ ছেড়ে বাঁচলো, মাথার উপর থেকে পাহাড় নেমে গেল। চারিদিকে গুটিকতেক নাগরীকের আনন্দ উল্লাস জামাত শেষ জামাত শেষ!! আমি তখনই চমকে উঠলাম, পুরো শরীর আমার শিহরন খেলে গেল, ঝাপসা ভাব কেটে ব্যাপারটি স্পষ্টই বুঝতে শুরু করলাম- জামাতের দাবীটাই সঠিক। আওয়ামীলীগ ভওতাবাজী করেছে। যুদ্ধাপরাধীর বিচারের নাটক মঞ্চস্থ করে আল্টিমেটলি তারা জামাতকেই ধ্বংস করার টার্গেট করেছে। তানাহলে ওরা জামাত শেষ - জামাত শেষ বলে আনন্দ করে চলেছে কেন; যুদ্ধাপরাধীর সাজা হয়েছে (যদিও সাজানো বিচার) না বলে!! যুদ্ধাপরাধী তো আওয়ামীলীগেও আছে আগে তাদের বিচার করে রায় কার্যকর করুক তবেই বোঝাযাবে তারা প্রকৃত অর্থেই যুদ্ধাপরাধীর বিচারে আন্তরিক। কিন্তু এখন যেটা হচ্ছে এটা প্রতিপক্ষকে দুর্বল করার ঘৃণিত-ধিকৃত পদক্ষেপ, যেটা সচেতন নাগরীক কেউ মেনে নেবে না। আল্লাহ আমাদের সকলকে বাম- আওয়ামী কুচক্্রীদের ষড়যন্ত্র-চক্রান্ত ও ফাঁদ খেকে বেঁচে থাকার তৌফিক দান করুন- আমিন।


বাধ্য হয়ে আমার অভিব্যাক্তি মন্তব্য আকারে লিখলাম


এই ব্লগটি(masudabdullaa ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.