নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈরী সময়, লাশ আর লাশ। এত রক্ত, এত কষ্ট, এত নষ্ট সময় আমি দেখিনি, আগে। অবশ্য দেখার মত বয়োসও হয়নি আমার। আশিতে জন্ম। দুহাজার তেরোতে আছি। আর ক'দিন থাকতে পারবো, তা নিয়ে সংশয়। আগে পুলিশ দেখলে রাস্তায়, ভরসা পেতাম, এখন আতঙ্ক। পুলিশের মানুষ ধরতে, মামলা দিতে কোনো কারণ লাগে না। চরম আস্থাহীনতায় পড়েছে পুলিশ, চরম আস্থাহীনতায় আমরা। এ সঙ্কট উত্তরণের কোনো পথ জানা নেই। তবে উত্তরণ দরকার।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭
মোরতাজা বলেছেন:
২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
মো : সোহেল রানা বলেছেন: সহমত
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
মো: তৌহিদ বলেছেন: মাত্র একশ মারা গেছে এবং কয়েক হাজার আহত হয়েছে, তাতেই এই অস্থির? তাহলে শুধু চিন্তা করুন ১৯৭১ সালে ৩০লক্ষ শহীদ হয়েছিল, তখন কি অবস্থা হয়েছিল???