নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সংকীর্ণতার উর্ধ্বে উঠে আসা এক রাজনৈতিক পুরুষ জলিল ভাই

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

যে 'জন নিবেদিত প্রাণ রাজনীতিককে সামনের দিনগুলোতে আমার বেশি মনে পড়বে তার মধ্যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল একজন। তাঁকে মনে রাখার অনেক কারণই আছে। তবে সবচেয়ে বেশি মনে থাকবে, দেশের প্রয়োজনে সত্য উচ্চারণের জন্য। দলীয় সংকীর্ণতা থেকে আওয়ামী বলয়ের যে ক' রাজনীতিক বেরিয়ে এসে তৃতীয় চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চেয়েছেন, তিনি তাদের একজন। এ রকম একজন রাজনীতিকে মৃতু্ বেদনার, কষ্টের।



জাতি হিসাবে আমাদের অর্জন একেবারেই কম নয়। রাজনীতিতে একটা আলোচনার সংস্কৃতি জারি হয়েছিল, এখন তা আওয়ামী ফ্যাসিবাদের কারণে থেমে আছে। এটি ফের চালু হবে, হতেই হবে, কারণ বাংলাদেশকে আমরা ভালোবাসি। যাদের জন্ম এ দেশে তারা প্রাণভরে ভালোবাসি। আমাদের এ দেশ নিয়ে রাজনীতিকরা ছিনিমিনি খেলবেন তা হতে পারে না, জলিল ভাই তা চাইতেন না। তাই অনেক সত্য তিনি উচ্চারণ করেছিলেন। আজ এই সুযোগে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরকালে আল্লাহ তাকে নাজাত দিন এবং অন্তহীন সুখে রাখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.