নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনের দিনগুলোতে কী হবে? এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা সবখানে। এ থেকে নিস্তার চাই আমরা সবাই। এ দেশের মানুষ রাজনীতি পছন্দ করেন, কিন্তু রাজনীতির নামে নৈরাজ্য পছন্দ করেন না, করবেনও না।
কিন্তু অনিবার্য সঙ্ঘাত আর নৈরাজ্যের মধ্যেই আছে দেশ। সরকার পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে শক্তি দেখানোর পর এখন দলীয় লোকদের দিয়ে শক্তি দেখানোর কথা বলছে।
সরকার তো শক্তিশালী। এটা আমরা সবাই জানি। তাদের শক্তি দেখানোর কিছু নেই। তারা ও এবং অন্যরা সবাই সংযমী হবেন, এটাই আশা করে দেশের মানুষ। সব পক্ষই যদি শক্তির মহড়া দিবেন, তাহলে আমাদের মত সাধারন মানুষের অবস্থান কী হবে, একবার ভাবতেই গা কাটা দিয়ে উঠছে।
আশা করি সব পক্ষই সহনশীল হবেন। সুন্দর দেশ গড়তে সহায়তা করবেন।
২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
মদন বলেছেন: শক্তি দিয়ে প্রসাশন দিয়ে কিছুই হয় না এটি এরশাদ যেমন জানে, খালেদা তেমনি জানে, হাসিনাও জানে। কিন্তু ক্ষমতার মসনদে থাকলে সেগুলো মনে থাকে না।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগিয় অভিনন্দন
সবই ক্ষমতার প্রহসন
নতুন আসে পুরাতন হয় বিদায়
পুরাতন নতুনের লাগি রাখে ঋণ দায় ?
তাই দেখি বাংলায়
উন্নয়ন কিসে হবে আরও শেখর কাটে স্বাধীনতায়