নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস থেকে নামতেই একজন রিকশাঅলা এগিয়ে এলেন, জানতে চাইলেন, কই যাবো। শিয়া মসজিদ বলতেই সরে গেলেন, বললেন, সেখানে গোলাগুলি হচ্ছে। কারা করছে? জানতে চাইলে বললেন, আম্লীগে আম্লীগে। গতরাতের ঘটনা এটা। কিছুক্ষণ অপেক্ষা করে বাসার দিকে রওয়ানা করলাম। পথে কবরের নীরবতা। দোকানের শাটার নামানো। বাসাগুলোর গেট বন্ধ। বিপদে পড়লে আশ্রয় নেয়ার সুযোগ নেই। ৫ বছর ধরে মোহাম্মদপুরে আছি, এ ধরণের ঘটনা প্রথম দেখলাম। ভয়, শঙ্কা আর উদ্বেগ নিয়ে এগিয়ে গেলাম। মোহাম্মদী হাইজং লিমিটেডের ভেতরে ঢুকতেই দেখলাম, বাচ্চা বাচ্চা পুলাপাইন হকিস্টিক নিয়া দৌড়া দৌড়ি করছে। কোনো মতে নিজেকে সেভ করে বাসায় ঢুকলাম। ঘণ্টাখানেক পরে হাঙ্গামা থামলো।
এভাবে আবাসিক এলাকায় এ ধরণের হাঙ্গামা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আশা করি এটা সব পক্ষই বুঝতে চাইবেন। অন্তত রাতে শান্তিতে ঘুমুবার ঘরটা সবার জন্য নিরাপদ হোক,শঙ্কামুক্ত হোক এটাই চাই।
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
মোরতাজা বলেছেন: এভাবে , আতঙ্ক নিয়ে কি চলা যায়?
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
জননেতা বলেছেন: ভাই আপনি ত অনেক পরে আসছেন। ২০ রউন্ড গুলি ছুরসে। পুলিশ এসে চলে গেসে। ৪০ মিনিট পর RAB আসার পর ঠিক হইসে। যদিও RAB এর অফিস ৫০০ মিটারের মধ্যে।